Victory Day

বিজয় দিবস নিয়ে উক্তি ‌। বিজয় দিবসের গান

বিজয় দিবস নিয়ে উক্তি । বিজয় দিবসের গান।

 

 

সুপ্রিয় পাঠক । আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

নিশ্চয়ই আপনি সুস্থ এবং ভালো আছেন ! আপনি আরো ভালো থাকুন এই কামনা করছি মহান আল্লাহর কাছে। আজ আপনাদের জন্য বিজয় দিবসের উক্তি নিয়ে হাজির হয়েছি। পর্যায়ক্রমে তা উল্লেখ করেছি । আমি শিওর আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ।

 

 

বিজয় দিবসের উক্তি

 

১.এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ।

– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২.জীবনে বিজয়ের জন্য আমাদের লক্ষ্যতে মনোনিবেশ করতে হবে । – ল হোল্টাজ

পড়ুন – বিজয় দিবসের কবিতা

৩.সহিংসতার দ্বারা বিজয় অর্জন ক্ষণিকের জন্য ও পরাজয়ের সমতুল্য । – মহাত্মা গান্ধী

৪.আপনার প্রথম বিজয় আপনার সুখ খুঁজে পাওয়া এবং আপনার দ্বিতীয় বিজয় অন্যের সুখ খুঁজে পাওয়াতে হয় । – জগদীশ কুমার

 

৫.মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি , মোরা একটি ফুলের জন্য বুকে অস্ত্র ধরি।

– গোবিন্দ হালদার

৬.বিজয় না অবধি আপনার দৃষ্টিশক্তি হারানো উচিত নয় । – লাইলাহ গিফটি আকিতা

 

বিজয় দিবস নিয়ে উক্তি

 

৭.গতকালের পরাজয় আগামীকালকের বিজয়

–ক্রিস্টিনা আঙ্গেলা

৮. বিজয় সবচেয়ে ধৈর্যশীল ।

– নেপোলিয়ন বোনাপার্ট

৯. বাংলার মুখ আমি দেখিয়াছি ,তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ‌ ।

– জীবনানন্দ দাশ

১০. বিজয় সর্বদা একটি সম্ভাবনা । তবে এটি তখনই ঘটে যখন আপনি এটিকে আপনার বাস্তবতা করার সিদ্ধান্ত নেন । –স্টুয়ার্ট স্টাফোর্ড

 

বিজয় দিবস নিয়ে উক্তি

 

১.এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কিশোর মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে ।

– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২. সহজ বিজয় গুলি সস্তা ।‌ যারা কেবল লড়াইয়ের ফলস্বরূপ আসে তারাই মূল্যবান । হেনরি ওয়ার্ড বিচার

৩.স্বাধীনতা তুমি বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টিশক্তির উল্লাসে কাঁপা।

– শামসুর রহমান

৪. বিজয় তাদের অন্তর্ভুক্ত যারা এটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে । – রান্ডাল ওয়ালেস

৫. বিজয় হলো সমস্ত স্বপ্ন যা আপনার স্বপ্ন অর্জনে চলেছে তার স্বীকৃতি দেওয়া । টমি হিলফিগার

৬. যে ব্যক্তি লড়াই বন্ধ করতে অস্বীকার করে তার পক্ষে সর্বদা বিজয় সম্ভব হয় । – নেপোলিয়ন হিল

৭.এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না । আমরা তোমাদের ভুলবো না ।‌ – গোবিন্দ হালদার

৮. মুক্ত পাখি মুক্ত আকাশ মুক্ত আমি তুমি

রক্ত দিয়ে কিনে নিলাম প্রিয় জন্মভূমি ।

মুক্ত মাটি মুক্ত পানি মুক্ত সোনার দেশ

মুক্তিসেনা রক্তের ঋণ হবে না শেষ ।

৯. যাদের ত্যাগে বিজয় নিশান ঐ আকাশে ওড়ে

শ্রদ্ধার সাথে স্মরণ তাদের বিজয় দিবস ভোরে ।

১০. এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি।

 

বিজয় দিবসের বাণী

 

১১. ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি

নগদ রক্ত দিয়ে কেনা

কসম সেই খোদার একটি কোনা ও তার

কেড়ে নিতে কেউ পারবেনা ।

– মুহিব খান

 

বিজয় দিবসের স্ট্যাটাস

 

১.বিজয়ের চেয়ে আনন্দ অন্য কিছুতে নেই। স্বাধীনতার চেয়ে সুখ আর কোথায় হয় না। আর আমরা বিজয় এবং স্বাধীনতা দুটোই পেয়েছি ।

২. আজ বিজয় দিবসে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হোক। দোয়া মাহফিল অনুষ্ঠিত হোক। এতেই তাদের পরকালীন শান্তি।

৩. বিজয়ের প্রকৃত স্বাদ আমরা পাইনি। মানুষ হত্যার রাজনীতি চাইনি । যা চেয়েছি তার ধারেকাছেও যাইনি ।

৪. আমি বাঙালি মুসলমান। বিজয় দিবসে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে সকল অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

যাদের ত্যাগেই পেয়েছি এই দেশ ।

৫.আসুন আজকের এই বিজয়ের দিনে আত্মার মাগফেরাত কামনা করি । যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ ।

৬. আজ ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ । তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।

৭. লাল সবুজের ওই যে পতাকা উড়ছে। ওর লাল রং শহীদের রক্ত এবং সবুজ কালার যেন নবীজির রওজা থেকে ধার করা হয়েছে।

৮. দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা হাদীস নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা । দেশের প্রতি নবীজির অসাধারণ ভালবাসা ছিল । অতএব আমাদেরও রাখা উচিত ।

৯. বিজয় মানে গর্বিত এক জাতি । লাল সবুজের পতাকা । বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটা বাংলাদেশ ।

১০. প্রবাসে আমার চলাফেরা ,আমার কথাবার্তা শুনে যখন ঐ দেশের কেউ বলে ওঠে আরে তুমি বাঙ্গালী না ! তখন গর্বে বুকটা ভরে ওঠ। সত্যিই বিজয় দিবসের কোন তুলনা হয় না।

 

বিজয় দিবস নিয়ে উক্তি
বিজয় দিবস নিয়ে উক্তি

বিজয়ের স্ট্যাটাস

 

১. দেশ ভক্তির কথা তো মুখে মুখে সবাই বলে কিন্তু আসল দেশপ্রেমিক তো সেই যে নিজের কর্মের দ্বারা দেশকে ভক্তি করে ।‌

২. তোমার মাঝে স্বপ্নের শুরু তোমার মাঝেই শেষ

তুমি আমার জন্মভূমি সোনার বাংলাদেশ ।

৩. ১৬ই ডিসেম্বর তুমি বাঙ্গালীদের অহংকার । তুমি কোটি জনতার বিজয় নিশান । তুমি স্বাধীন বাংলার স্বাক্ষর ।

৪. ১৬ ডিসেম্বর তুমি মহা বিজয়ের মহা উল্লাস । নীরবে তুমি সন্তানহারা মায়ের কান্না । গোপনে তুমি স্বামীহারা স্ত্রীর দীর্ঘ শ্বাস । তুমি ভাই হারানো বোনের নিঃশ্বাস ।

৫. গান বাজনার মাধ্যমে শহীদদের স্মরণ ভুল

কি ফায়দা হবে কবরের উপর দিয়ে ফুল?

তাদের আত্মার মাগফেরাত কামনা করুন ।‌

৬. বিজয় তুমি কোটি মানুষের

চলার পথের উৎস প্রেরণার

তুমি সারা বিশ্বে ছড়িয়ে থাকা

সকল বাঙ্গালীদের অহংকার ।

৭. বিজয় আমাদের পথ দেখিয়েছে । দিয়েছে বাঁচার আশ্বাস । তাই প্রকৃত বিজয় আনতে দীপ্ত পদে হেঁটে যাবো ইনশাআল্লাহ ।

৮. ১৬ ডিসেম্বর তুমি নয় মাসের বেদনা মোড়া স্মৃতিকাতর লৌহ কঠিন নির্মম অতীত । তোমার থেকে শিক্ষা নিচ্ছে বর্তমান প্রজন্ম ।

৯. ১৬ ডিসেম্বর তুমি লাখো শহীদের বুকে রক্তের ভেজা সুশীতল বিছানা, তাদের ত্যাগেই আজকে পেয়েছি চির শান্তির ঠিকানা ।

১০. লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি বিজয় নিশান ,প্রয়োজনে আবার রক্ত দেবো ঢেলে রাখতে বিজয়ের মান ।‌ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।

 

১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছন্দ

 

১. যুদ্ধ করে দেশ পেয়েছি

সবাই স্বাধীন বেশ

বিজয় দিনে ঘরে ঘরে

নেইকো খুশির শেষ ।

২. দেশকে সবাই ভালোবাসো

নিজের থেকে বেশি

দেশ উন্নয়ন কাজ করে যাও

ছেড়ে রেষারেষি।

৩. দেশের জন্য ভাষার জন্য

আমরা করি লড়াই

বিশ্বে আমরা বীরের জাতি

করতে পারি বড়াই ।

৪. এই মাটিতে শুয়ে আছে

লক্ষ শহীদ গাজী

নতুন করে তাদের মত

হতে আছি রাজি ।

৫. লাল সবুজের ওই পতাকায়

আছে যেন শক্তি

দেখলে তাকে ভালো লাগে

প্রকাশ করি ভক্তি ।

৬. স্বাধীন দেশে জন্ম হওয়ায়

জীবন পরিপাটি

স্বাধীনভাবে বাস করা যাই

বুক ফুলিয়ে হাঁটি।

৭. বছর ঘুরে ফিরে এলো

বিজয় দিবস আজ

লাখ শহীদদের করছি স্মরণ

তারা মাথার তাজ ।

৮. আজ বিজয়ের মহান দিনে

সবাই শপথ নিন

থাকবে না কেউ আর অভাবী

বদলে যাবে সিন ।

৯. শুনতে আমার ভালো লাগে

দেশের সকল গান

সৎ সাহসের বুক বেঁধে যাই

নেচে ওঠে প্রাণ ।

১০. আজ বিজয়ের মহান দিনে

বন্ধ থাকুক কাজ

আজ আনন্দ করে যাব

দেখবো কুচকাওয়াজ।

 

 

বিজয় দিবসের গান

 

একাত্তরের যুদ্ধের দিনে

মোহাম্মদ রফিকউজ্জামান

 

একাত্তরের যুদ্ধের দিনে

তোমার মূল্য নিয়েছি মা চিনে

প্রতিজ্ঞা ছিল শিকল না ভেঙ্গে

ঘরে ফিরে কেউ আসবো না

তোমার মুক্তি ছাড়া তো আমরা

বাঁচতেও ভালোবাসবো না।।

 

প্রতিজ্ঞা হয়ে উড়ছে পতাকা মাগো

তুমি যেন চির বিজয়ীনি বেশে

সূর্য সাজিয়ে জাগো

তোমার স্বাধীন হাসি ছাড়া মাগো

কোন সুখ চেয়ে হাসবে না ।।

 

প্রতিজ্ঞা আজও করছি তোমাকে ছুঁয়ে

এতোটুকু দাগ লাগে যদি মাগো

রক্তে দেবো তা ধুয়ে

তোমার মলিন দেখে ভীরু মন

নয়নের জলে ভাসবো না ।।

 

সুর: অনুপ ভট্টাচার্য

শিল্পী: সাব্বির

 

আমার সোনার বাংলা

মোহাম্মদ রফিকউজ্জামান

 

আমার সোনার বাংলা

এটুকু শুনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই–

ছোট্ট আমিও গর্বে বিশ্ব ছাড়িয়ে যাই

সব ক্ষুদ্রতা সবল দুপায়ে কি যে অনায়াসে

মাড়িয়ে যাই।।

 

বিশ্ব আকাশ দিগন্তে নামে এই দেশেই

আমার সাগর পাহাড় নদীর কোল ঘেঁষেই

উদয় সূর্য পতাকায় ধরে মহা–গৌরবে

নাড়িয়ে যাই ।।

 

স্বপ্ন আমার অনন্ত করে তাই সাজাই

শহীদ প্রাণের জীবন জয়ের সুর বাজাই

তাদের রক্ত বৃথা নয় জেনে দুপা সম্মুখে

বাড়িয়ে যাই।।

 

১৬ ডিসেম্বর  বিজয় দিবসের গান

 

সুর: ফরিদ আহমেদ

শিল্পী: মোঃ রফিকুল আলম

 

 

আছে বন্যা খরা

মোহাম্মদ রফিকউজ্জামান

 

আছে– বন্যা প্লাবন খরা

আছে– কষ্ট দুঃখ জরা

তারপরও এই দেশ আমাদের

প্রাণপ্রাচুর্যের ভরা ।।

 

চাষী বয় হাল লাঙ্গল জোয়াল

সবুজ কবিতা লেখে

দৃষ্টি জুড়ায় ছায়া ঢাকা গ্রাম

সুনিবিড় গৃহ দেখে ।

কোটি– শ্রমজীবী নর নারী

বলে– আমরা গড়তে পারি

সাজানো স্বদেশ স্বপ্ন জাগানো

পৃথিবী অবাক করা ।।

 

কত বর্ণের কত ধর্মের ব

বসবাস পাশাপাশি

পালাপার্বন, উৎসবে সব

একাকার হয়ে আসি ।

আজো– গৌরবে তুলে মাথা

আছে– সৃষ্টি কৃষ্টি গাঁথা

অতি সুপ্রাচীন সভ্যতা থেকে

গড়া এ পরস্পরা ।।

 

সুর: আলী আকবার রুপু

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী ,মোঃ আব্দুল জব্বার, এন্ডু কিশোর ,কুমার বিশ্বজিৎ ।

 

শেষ কথাঃ

 

প্রিয় পাঠক! বিজয় দিবসের উক্তি,বিজয় দিবসের স্ট্যাটাস ,বিজয় দিবসের ছন্দ এবং গানের কথাগুলো আপনাদের কেমন লেগেছে ? জানাতে পারেন। উপকৃত হলে শেয়ার করুন। তবে কপি করা থেকে বিরত থাকুন। কপি করা হলে অটো রিপোর্ট করা হবে । তাই সাবধান। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ।

 

Related Articles