নিয়ম কানুনমাদ্রাসা

রেজুলেশন লেখার নিয়ম

  রেজুলেশন লেখার নিয়ম
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেনম আছেন সাবই আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো রেজুলেশন লেখার নিয়ম । অনেকেই আছেন যাদের রেজুলেশন লিখতে হয় ।
কিন্তু রেজুলশন লেখার সঠিক নিয়ম না জানার কারনে ঠিকভাবে লিখতে পারেন না । তো তাদের কথা চিন্তা করেই আজকে আমি লিখতে বসেছি কিভাবে একটি আর্দশ রেজুলেশন লিখতে হয় ।

 রেজুলেশন বলতে কি বুঝায় ?

 

রেজুলেশন (Resolution) একটি ইংরেজী শব্দ । শব্দটি র একাধিক অর্থ আছে । প্রধান অর্থগুলো হচ্ছে- সমাধান, দৃঢ় প্রতিজ্ঞা, সংকল্প গ্রহণ ইত্যাদি । বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনের নানা প্রয়োজনে নির্দিষ্ট দিন পরপর সভা সঞ্চালনা করতে হয়। আর এগুলোকে খাতা কলমে সংরক্ষণের প্রক্রিয়াকে রেজুলেশন বলা হয় ।

 

 রেজুলেশন লেখার নিয়ম কি ?

 

একটি সফল রেজুলেশন লেখার জন্য ৫টি ধাপ রয়েছে ।

১. প্রতিষ্ঠানের প্যাড ।
২.ভূমিকা ।
৩. আলোচ্য সূচি ।
৪. উপস্থিতি স্বাক্ষর ।
৫. সিদ্ধান্তাবলি ।

 

১.  প্রতিষ্ঠানের প্যাড:

 

এখানে সবার উপরে বড় করে বাংলা ও ইংরেজিতে সংগঠন বা প্রতিষ্ঠানের নাম লিখে নিচে ঠিকানা লিখতে হবে ।

২.ভূমিকা :

 ভূমিকায় লিখতে হবে আজ  ……….. (তারিখ) (রোজ)………. (সময়)…………(স্থান)…………… (সংগঠন বা প্রতিষ্ঠান প্রধানের নাম যার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে) এর সভাপতিত্ব এক………….(বৈঠকের ধরন) বৈঠক অনুষ্ঠিত হয়।  উক্ত বৈঠকে নিম্নোক্ত বিষয়ে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

৩. আলোচ্য সূচি:

 এ অংশে বৈঠকের আলোচনার বিষয় বস্তু ধারাবাহিক ভাবে লিখতে হবে ।

৪. উপস্থিতি স্বাক্ষর:

 কমিটির সকলের নাম পদবীসহ ধারাবাহিক ভাবে লিখে সকলের স্বাক্ষর করতে হবে । উল্লেখ্য- উপস্থিত বা অনুপস্থিত সকলের নাম তালিকায় থাকবে । বৈঠকে অনুপস্থিত যারা থাকবেন তাদের স্বাক্ষরের ঘরে সাধারণ সম্পাদক অথবা উপস্থাপক বৈঠক শেষে ক্রস চিহ্ন দিবেন ।
৫. সিদ্ধান্তাবলি:
আলোচ্য বিষয়াদির ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তাবলি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করতে হবে । কী কী সিদ্ধান্ত নেয়া হয়েছে তার একটি তালিকা উল্লেখ করবেন। চেষ্টা করবেন তালিকা যথাসম্ভব সহজ, সংক্ষিপ্ত এবং প্রাঞ্জল ভাষায় লিখতে।

 

মসজিদের রেজুলেশন লেখার নিয়ম:

মসজিদের কমিটি গঠন করার কাল্পনিক একটি রেজুলেশন লেখা হয়েছে। সভার কার্যবিবরণী লেখার সময় নিচের নমুনাটি অনুসরণ করতে পারেন।

মসজিদের রেজুলেশেন লেখার নিয়ম

মসজিদের রেজুলেশন লেখার নমুনা :

 

বিসমিল্লাহির রহমানের রাহিম
বাইতুল আমান জামে মসজিদ
মধ্য খিদিরপুর ,সদর ,লক্ষ্মীপুর ।
গত ৫/১২/২০২১ ইং রোজ শুক্রবার বাদ জুমা বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের আহবানে এক জরুরী সভার আয়োজন করা হয় । উক্ত সভায় এলাকার আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা এবং নতুন কমিটি গঠনের ব্যাপারে সকলে একমত পোষণ করেন । উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কমিটির বিভিন্ন পদের জন্য নাম প্রস্তাব করা হয় । এবং তাদের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভা শেষে বিগত বছরের মসজিদের টাকা হিসাব দেওয়া হয় । কি কি উন্নয়ন করা হয়েছে তার বিবরণ পেশ করা হয় । এবং অবশিষ্ট টাকা নতুন কমিটির কাছে তা হস্তান্তর করা হয়। আলেম-ওলামাদের সংক্ষিপ্ত বক্তৃতা পরে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।
উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ:
১. আলহাজ্ব আব্দুল আহাদ– সভাপতি
২.– আব্দুল গণি চৌধুরী – সহ-সভাপতি
৩.– আব্দুল লতিফ খান– সেক্রেটারি
৪. আব্দুস সালাম– ক্যাশিয়ার
আরো উপস্থিত ছিলেন:
১. আদিল আদনান– সদস্য
২. ইমরান মাহাথির– সদস্য
৩. শাকিল মোহাম্মদ–সদস্য
৪. রমজান আলী– সদস্য
৫……………….
৬………………. ।

 

মাদ্রাসার রেজুলেশন লেখার নিয়ম:

 

(পৃথিবীতে দীন টিকিয়ে রাখার জন্য মাদরাসা জরুরী। কিন্তু মাদরাসা দ্বারা তখনই দীন রক্ষার খেদমত আশা করা যায়, যখন মাদরাসার সাথে সংশ্লিষ্ট সকলে সহীহ উসূল অনুযায়ী চলবে এবং মাদরাসাকেও সহীহ উসূল অনুযায়ী চালাবে। আর এ জন্যই আজকের এই সভার আয়োজন । এভাবে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সঞ্চালক শুরু করতে পারেন ।)

 

মাদরাসার রেজুশেন লেখার নিয়ম

মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা
তুলাতুলি, রসুলগঞ্জ, লক্ষীপুর ।
গত ১০/৯ / ২০২১ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা অফিসকক্ষে মাদ্রাসা সভাপতি এবং মুহতামিমের আহবানে জরুরী পরামর্শ সভার আয়োজন করা হয় । উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক বৃন্দ ,কমিটির অন্যান্য সদস্য ও এলাকাবাসী ।
সকলের সম্মতিতে দু’ঘণ্টাব্যাপী আলোচনা হয় । আলোচনার বিষয় ছিল – ১. লেখাপড়ার মান উন্নয়ন ২. শিক্ষকদের বেতন ভাতা ৩. মাদ্রাসার মাহফিল ।
বিভিন্ন যৌক্তিক কথাবার্তার পর উপস্থিত সবাই এই সিদ্ধান্তে পৌঁছে যে ,
১. লেখাপড়ার মান উন্নয়নের জন্য মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
২. শিক্ষকদের বেতনের জন্য বিভিন্ন ডোনার বা বদরী সদস্য তৈরি করা হবে । এবং এলাকাবাসীকে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য মাহফিলের আয়োজন করা হবে । উক্ত মাহফিলের তারিখ, বক্তাদের লিস্ট পরবর্তীতে সভা করে জানানো হবে । ইনশাআল্লাহ ।
অদ্যকার সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
উপস্থিত ছিলেন যারা:
১/ মাওলানা হেলাল উদ্দিন- উপদেষ্টা
২/ মোজাম্মেল হোসেন টিটু – সভাপতি
৩/ সোহাগ পাটোয়ারী- সহ-সভাপতি
৪/ জালাল আহমদ – ক্যাশিয়ার
৫/ হাফেজ মিজানুর রহমান– মুহতামিম
৬/ হাফেজ রকিবুল ইসলাম – শিক্ষক
৭/ হাফেজ সালাউদ্দিন– শিক্ষক
৮/ শরিফুল ইসলাম – সদস্য
৯/ আউয়াল চৌধুরী – সদস্য
১০………………………..
১১…………………….. ।

 নতুন কমিটির রেজুলেশন লেখার নিয়ম:

এটি একটি কাল্পনিক নতুন কমিটির রেজুলেশন । সভার কার্যবিবরণী লেখার সময় নিচের নমুনাটি অনুসরণ করা যেতে পারে ।

কমিটির রেজুলেশন

কমিটি সভার রেজুলেশন এবং সিদ্ধান্ত
বিসমিল্লাহির রাহমানির রাহিম
৩ নং ওয়ার্ড
ডাকঘর – দালাল বাজার , সদর , লক্ষ্মীপুর ।
প্রথম সভা
স্থানঃ ৩ নং ওয়ার্ড অফিস
সময়ঃ বিকাল ৪ ঘটিকা
তারিখঃ ২০ /১২/২০২১ ইং
সভার আলোচ্য বিষয়:
১| নতুন সভার আলোচ্য বিষয় ও বিবরণী পাঠ এবং সে বিষয়ে বিচার বিশ্লেষণ।
২| নতুন সদস্যদের সাথে সবার মত বিনিময় বা পরিচিতি পর্ব ।
৩| সভার যাবতীয় প্রস্তাবনা উত্থাপিত।
৪| কমিটির বিনিয়োগ সম্বন্ধীয় আলাপ আলোচনা।
( সংক্ষেপে কমিটির মূল বিষয়গুলো এখানে উল্লেখ করতে পারেন ।
সভার শুরুতে উপস্থিত সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে সঞ্চালক সভার কার্যক্রম শুরু করেন।

Read Also: বাংলাদেশের সেরা ১০ টি আলিয়া মাদরাসা

 আলোচনায় গৃহীত সিদ্ধান্তবলী
১. প্রথমেই কমিটির লক্ষ্য- উদ্দেশ্য এবং নাম নির্বাচন করা হয় । অতপর সর্ব সম্মতিক্রমে সভাপতি , সেক্রেটারি, কোষাধ্যক্ষ ইত্যাদি পদে যোগ্য প্রার্থী চূড়ান্ত করা হয় ।
২. নতুন সকল সদস্যদের পরিচিতির পর তাদেরকে তালিকা ভুক্ত করা হয়েছে, এবং তাদেরকে একতার সাথে কমিটির উন্নয়নে কাজ করার জন্য আহবান জানানো হয়েছে।
৩. কমিটির যে কোন সমস্যা সমাধানের জন্য আহ্বানে উপস্থিত হওয়া এবং দ্রুত সম্ভব মীমাংসায় আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পরিশেষে নতুন নির্বাচিত শ্রদ্ধেয় সভাপতি দেলোয়ার হোসাইন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সদ্য প্রতিষ্ঠিত সভার কার্যাবলী সেদিনের মতো সমাপ্তি ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন:
● দেলোয়ার হোসাইন – সভাপতি
● দীনার আহমাদ– সহ সভাপতি
● মফিজ উদ্দিন – সেক্রেটারি
● আব্দুল মুমিন– কোষাধক্ষ্য
● আবুল কালাম – সাধারণ সম্পাদক
● জাফর আহমদ– প্রচার সম্পাদক
               সদস্যবৃন্দ:
১. আনোয়ার হোসাইন
২. শোয়েব আলী
৩. ইয়ামিন
৪…………….
৫……………..

 

 

শিক্ষা বিষয়ক যে কোন তথ্য জানতে এবং জানাতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন  

ফেসবুক গ্রুপ

 

Related Articles