সাহিত্য

শীতের ছড়া কবিতা শরিফ আহমাদ

শীতের ছড়া কবিতা

 

 

প্রিয় পাঠক বন্ধুরা। আসি আসি করে শীত এসেই গেলো । শীতের আমেজ ছড়িয়ে পড়েছে সবখানে। বাজারে উঠেছে মৌসুমী ফলফলাদি।‌ ঘরে ঘরে চলছে পিঠা পুলির উৎসব।‌ মিডিয়া পাড়া ও ব্যস্ত হয়েছে শীতকে নিয়ে । তো আপনারা আর বসে থাকবেন কেন ? চলুন ছড়া কবিতার ছন্দ তালে শীতকে দারুণভাবে উপভোগ করি । আর হ্যাঁ সাধ্য মত গরীব দুঃখীর পাশে দাঁড়াবার নিয়ত করি ।মহান মালিক তাওফীক দান করুন। আমীন।

 

 

প্রিয় ঋতু শীত

শরিফ আহমাদ

 

এখন রাতে শিশির ঝরে

মাঠের পরে–

ভিজে ঘাসের বুক,

ঘাসফড়িংয়ের ছোটাছুটি

পাচ্ছে দারুণ সুখ ।

 

শীতের আমেজ আসছে এখন

কার কপালে কী যে লেখন !

 

গরম কাপড় কিনতে মানুষ

উড়ায় ফানুস–

শপিংমলে গিয়ে ,

গরীব ঘরে পুরান কাপড়

তৃপ্ত তাকে নিয়ে ।

 

শীত কখনো আসে মেপে ?

গ্রামের মানুষ উঠছে কেঁপে।

 

হাট-বাজারে মৌসুমী ফল

হচ্ছে উপস্থিত

কদিন পরে বসবে জেঁকে

প্রিয় ঋতু শীত ।

 

শীতের ছড়া কবিতা
শীতের ছড়া কবিতা

শীতের সকাল

শরিফ আহমাদ

 

রাতের শেষে

আসে ভেসে

মুয়াজ্জিনের সুর,

পাখ পাখালি জেগে ওঠে

ছোটে বহু দূর ৷

 

ভাপা পিঠা

গুড়ের মিঠা

আর খেজুরের রস,

সকাল বেলার হালকা খাওয়া

এইতো শীতের যশ ৷

 

আলতো ছোয়া

শিশির ধোয়া

দূর্বা ঘাসের মুখ,

রোদে মাখা শীতের সকাল

বাড়ায় মনে সুখ ৷

 

শীতের ছড়া কবিতা
শীতের ছড়া কবিতা

শীতের মজা

শরিফ আহমাদ

 

শীতের দিনে হাট-বাজারে

সবজি মিলে তাজা

গরম কাপড় গায়ে সবাই

মুকুট বিহীন রাজা ।‌

 

খেজুর গাছে হাড়ির মালা

গ্রামের শোভা বাড়ায়

মাঠের ঘাসে রোদের হাসি

থমকে মানুষ দাঁড়ায় ।

 

কুটুম আসে বাড়ি বাড়ি

গরম কাপড় রঙিন শাড়ি

কথার পিঠে কথা বাড়ে

খুশির কলরব ,

বাংলাদেশে পিঠা পুলির

আনন্দ উৎসব।

 

শীতের মজা অসাধারণ

লম্বা থাকে রাত

লেপের উমে ঘুম ভালো হয় ‌

যায় হয়ে প্রভাত ।

 

শীতের ছড়া কবিতা
শীতের ছড়া কবিতা

 

শীতের পোষাক

শরিফ আহমাদ

 

শীত এসেছে শীত এসেছে

কাঁপছে শহর বস্তি

শিশির ঝরা লম্বা রাতে

নেই আমাদের স্বস্তি ৷

 

শীতের ছোট দিন আমাদের

একটু ভালো কাটে

চিন্তা বাড়ে দিনের শেষে

সূর্য যেতে পাটে ৷

 

আমরা এতিম পথের টোকাই

কষ্টে আছি এবার

কেউ কি আছে আমাদেরকে

শীতের পোষাক দেবার ?

 

 

শীতের রাতে

শরিফ আহমাদ

 

শীত এসেছে বাংলাদেশের

শহর এবং গ্রামে

রোদ কুয়াশার লুকোচুরি

লাল সবুজের খামে ৷

 

শীতের পোশাক পরে সবাই

নেইতো অবহেলা

ঘরমুখো আজ দস্যি ছেলে

খুব করে না খেলা ৷

 

ধানের মৌসুম শেষ হয়েছে

কুটুম আসে বাড়ি

পিঠাপুলির উৎসবে আজ

ব্যস্ত গাঁয়ের নারী ৷

 

সবকিছু হোক সময়মতো

নেই আপত্তি কারো

শীতের রাতে তাহাজ্জুদের

হোক মজাটা আরও ৷

 

 

হোক প্রেমময় রাত

শরিফ আহমাদ

 

দিন হয়েছে ছোট এখন

রাত হয়েছে বড়ো,

মনটা আমার বলছে কিছু করো ।

 

সারাটা দিন ব্যস্ত থাকো

কাজের পিঠে কাজ

সময়মতো হয় না খাওয়া

হয় নাতো নামাজ ।

 

রাতটাকে তাই ভাগ করে নাও

ইবাদাতের জন্য ,

রুটিন‌ মেনে চললে জীবন ধন্য ।

 

নামাজ ধরো কুরআন পড়ো

করো মুনাজাত

আল্লাহপাকের সান্নিধ্যে যাও

হোক প্রেমময় রাত ।

 

 

প্রিয় পাঠক । ছড়া কবিতাগুলো আপনাদের কেমন লেগেছে ? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু । অত্র সাইটের লেখা শেয়ার অথবা কপি করতে হলে অবশ্যই অনুমতি প্রয়োজন । অন্যথায় পদক্ষেপ নেওয়া হবে এটাও মাথায় রাখবেন। সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

 

শীতের ছড়া কবিতা
শীতের ছড়া কবিতা

Related Articles