সাহিত্য

একুশে ফেব্রুয়ারির ছড়া | 21 february kobita

একুশে ফেব্রুয়ারির ছড়া

 

সুপ্রিয় পাঠক! আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ৷ সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ফুলেল শুভেচ্ছা ৷

রফিক জব্বারসহ যারা মাতৃভাষার জন্য লড়াই-সংগ্রাম মিছিল করেছেন সবার জন্য আমাদের দোয়া ভালোবাসা ৷

সবাইকে আমরা অকুণ্ঠ চিত্তে স্মরণ করছি ৷ তাদের জন্য মাগফিরাতের দোয়া করছি ৷

একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক ছড়া কবিতা লেখা হয়েছে ৷ আজ আমরা একুশে ফেব্রুয়ারির ছড়া ৷ একুশে ফেব্রুয়ারি নিয়ে লেখা বেশ কিছু ছড়া শেয়ার করতে চলেছি ৷

অনেকে ছড়া-কবিতা পছন্দ করেন ৷ কবিতা পড়তে ভালোবাসেন ৷ ছড়া লিখতে পছন্দ করেন ৷ আনমনে কবিতা আবৃত্তি করেন ৷

একুশে ফেব্রুয়ারি নিয়ে আমাদের আবেগ ভালোবাসার কমতি নেই ৷ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে আমাদের কলিজার টুকরো ভাইয়েরা তাদের জীবনকে উৎসর্গ করেছেন ৷

 

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আসে তাদের এই আত্মত্যাগকে স্মরণ করে সকল জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ৷ সুবিচার দাবি আদায়ে আমাদের বলিষ্ঠ করে ৷ আমাদের চেতনাকে শাণিত করে ৷ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে গড়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ৷

 

বাংলাকে স্বাধীন করার জন্য আত্মপ্রত্যয় এবং উদ্দীপনা পেয়েছিল ভাষা আন্দোলনের সেই সফল সংগ্রাম থেকে ৷ যুগ যুগ ধরে বাংলাদেশি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ অন্যতম ভূমিকা পালন করে চলবে ৷

 

বাংলা ভাষায় ছড়া কবিতা চর্চা চলে আসছে ৷ অনেকেই ছোটদের ছড়া আবৃত্তি জন্য মানসম্মত ছড়া খুঁজে থাকেন ৷ আমরা তাদের সেই চাহিদা পূরণের জন্য বেশ কিছু চমৎকার ছড়া প্রকাশ করছি ৷ আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ৷

সবার মাথার তাজ
শরিফ আহমাদ

রাতের শেষে ভোর হয়েছে
আলোকিত দোর হয়েছে
ফুল ফুটেছে ওই ‌,
পাখ-পাখালি আনন্দে হইচই ।

শহীদ মিনার ছেয়ে আছে
হলুদ গাঁদা ফুলে
আজ‌ ছুটে যায় ছেলে-মেয়ে
ইশকুলে- ইশকুলে ‌।

বাংলা ভাষার গান শোনা যায়
ভাটিয়ালি টান শোনা যায়
ভালো লাগে খুব,
চারপাশে হয় ঝলমলানো রূপ ।

ফেব্রুয়ারীর একুশ তারিখ
ভাষা দিবস আজ
রফিক সালাম বরকতেরা
সবার মাথার তাজ ।

 

21 february kobita

 

বীর শহীদের দান
শরিফ আহমাদ

বাংলা ভাষার জন্য যারা
দিয়ে গেছে প্রাণ
তাদের অবদান-
ইতিহাসের পাতায় পাতায় লেখা
তাদের থেকে অনেক কিছু শেখা ।

মা-কে ভালবাসতে হবে
মুখের ভাষা তার
হবে অলংকার-
মিলেমিশে থাকতে হবে সুখে
দেশদ্রোহীদের দিতে হবে রুখে ।

ভাষার জন্য জীবন দেওয়া
বিশ্বে নজির নাই
জাতিসংঘ তাই-
বাংলা ভাষার স্বীকৃতিটা দিল
বীর শহীদের দানটি বড় ছিল ।

ছোটদের একুশে ফেব্রুয়ারির কবিতা

 

ইতিহাসের পোকা
শরিফ আহমাদ

একুশ এলো মনের ভেতর
দিচ্ছে উঁকি কারা?
তারা–
ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা ।

ওরা ছিল খুব সাহসী
মায়ের বুকের গর্ব
খর্ব–
হয় না যেন ওদের বিজয় পর্ব ।

ইতিহাসের পোকা হয়ে
সবাই রেখো খেয়াল
দেয়াল–
গড়তে হবে রুখতে শকুন শেয়াল ।

একুশে ফেব্রুয়ারির ছড়া

21 ফেব্রুয়ারি বাংলা কবিতা

বাংলা ভাষা
শরিফ আহমাদ

ইংরেজি আজ শিখতে হবে
এটাই বিশ্বে চলে
মানুষ কথা বলে ।

আরবী ভাষা শিখতে হবে
কুরআন জানার জন্য
করতে জীবন ধন্য ।

উর্দু-ফার্সি জানা ভালো
হবে অনেক ফায়দা
জ্ঞানী হওয়ার কায়দা ।

কিন্তু আমার বাংলা ভাষা
জন্মসূত্রে পাওয়া
সুখ নদীতে নাওয়া ।

বাংলা ভাষায় তৃপ্তি আছে
যেন মধু মাখা
বুকের ভেতর রাখা ।

আপনারা পড়ছেনঃ একুশে ফেব্রুয়ারির ছড়া | 21 february kobita

একুশের গান

 

ভাষার গল্প
শরিফ আহমাদ

রাষ্ট্রভাষা উর্দু করার
ওরা ছিল পক্ষে
কাজ করেছে লক্ষ্যে ।

ফলাও করে প্রচার করে
উর্দু ভাষার কথা
প্রতিবাদে দামাল ছেলে
ভাঙে নীরবতা ।

মিছিল মিটিং করতে থাকে
চালায় ওরা গুলি
উড়ায় মাথার খুলি ।

রফিক সালাম বরকত আরো
নাম না জানা ছেলে
বিশ্বে প্রথম নজির রেখে
রক্ত দিলো ঢেলে ।

ওদের ত্যাগে বাংলা ভাষা
আজ আমাদের মুখে
থাকবে ওরা বুকে ।

সাংবাদিক হতে চান? পড়ুন এই লেখাটি সাংবাদিক হবার উপায়

ভাষা শহীদ ‌
শরিফ আহমাদ ‌

একটা ছবি আঁকবে খুকি
একটা ছবি খোকা
নয়তো ওরা বোকা।

রঙ তুলি রঙ হাতে নিয়ে
আঁকে হেলে- দুলে
শহীদ মিনার আঁকলো আগে
হলুদ গাঁদা ফুলে ।

টুকটুকে লাল সূর্য আঁকে
শহীদ মিনার ঘিরে
দৃষ্টি আসে ফিরে ।

আশেপাশে আঁকল মানুষ
হাতটা আঁকার ভালো
ফেব্রুয়ারীর একুশ তারিখ
সামনে জ্বালায় আলো ।

আঁকায় তারা করলো প্রমাণ
ভাষা শহীদ স্মৃতি
পেল সবার প্রীতি ।

শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হোন এই লিংকে ক্লিক করুন 

 

Related Articles