সাহিত্য

স্বাধীনতা দিবসের ছড়া-কবিতা শরিফ আহমাদ

স্বাধীনতা দিবসের ছড়া-কবিতা

 

প্রিয় পাঠক বন্ধুরা ।

২৬ শে মার্চ স্বাধীনতা ও মহান জাতীয় দিবস । ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল মাতৃভূমিকে সত্যিকারভাবে স্বাধীন ও সার্বভৌম মর্যাদায় প্রতিষ্ঠিত করার সশস্ত্র সংগ্রাম । দীর্ঘ নয় মাসের মরণপণ লড়াইয়ের পর ঐ বছরই ১৬ ডিসেম্বর এ জাতীয় অর্জন করেছিল বহু প্রত্যাশিত বিজয় । তাই জাতির ইতিহাসে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস হিসেবে বিশেষ মর্যাদায় সমুজ্জ্বল । বছর ঘুরে ঐদিনটি এলেই আনন্দের ঢেউ খেলে যায় দেশের শহর-গ্রামে ।

বেজে উঠে বিজয়ের গান । শোনা যায় স্বাধীনতা দিবসের অজানা গল্প কথা ।‌ স্বাধীনতার আনন্দে দেশজুড়ে হয় শত শত প্রতিযোগিতা ।‌

বিশেষ আয়োজন করে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া । দৈনিক শিক্ষা নিউজের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি একক ছড়া কবিতার এই বিশেষ আয়োজন । উদ্দেশ্য একটাই মানুষের মন ও মনন‌ দেশকে ভালোবাসার প্রেরণায় উজ্জীবিত করা । নতুন করে দেশ‌‌ রক্ষার দীপ্ত শপথ করা । বিজয় মিছিলে শরীক হওয়া কোন ভাই-বোনদের এই ছড়া-কবিতাগুলো ভালো লাগলে আমরা খুশি হবো । কারো কাজে লাগলে আমরা ধন্য হব । সার্থক হবে আমাদের শ্রম । ও হ্যাঁ সবাইকে স্বাধীনতা দিবসের রক্ত গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন ।

 

স্বাধীনতা দিবসের ছড়া

 

অসীম ভালোবাসা

শরিফ আহমাদ

 

স্বপ্ন আঁকা সোনার হরিণ

ছিলো সবার বুকে

মুক্ত আকাশ মাটি-মানুষ

থাকবে দারুণ সুখে ৷

 

কিন্তু হঠাৎ দেশ সীমানায়

রক্তচোষার ভিড়ে

অশান্তির এক বাতাস নামে

শহর-গ্রামের নীড়ে ৷

 

জাগলো সবাই সাহস নিয়ে

রক্ত লালে লালে

স্বপ্ন পূরণ দিন এলো ফের

ফুটফুটে সকালে ৷

 

নতুন দিনের সূর্য ওঠে

বাড়ে স্বপ্ন-আশা

দেশ স্বাধীনের প্রতি সবার

অসীম ভালোবাসা ৷

 

 

একাত্তরের বর্গী

শরিফ আহমাদ

 

একাত্তরে বর্গী এলো

হঠাৎ করে রাতে

অস্ত্র নিয়ে হাতে,

হামলা চালায় শহর এবং গ্রামে

যখন আঁধার নামে ।

 

ছুড়তে থাকে কামান রকেট

করতে থাকে গুলি

উড়ায় মাথার খুলি,

দেয় গুড়িয়ে কাচা পাকা বাড়ি

মারে পুরুষ-নারী ।

 

বর্গীগুলোর হত্যা ধর্ষণ

সহ্য হয় না কারো

ছোট্ট ছেলে তারও,

গর্জে ওঠে কিশোর-যুবক মিলে

স্বদেশ রেখে দিলে ।

 

হামলা চালায় গড়ে নিয়ে

প্রতিরোধের দেয়াল

সবাই রাখে খেয়াল,

শেষ অবধি বর্গী হেরে গেলো‌

স্বাধীনতা এলো‌ ।

 

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তব্য

 

প্রতিবাদের আগুন

শরিফ আহমাদ

 

একাত্তরের মার্চে এসে

ওরা চালায় হামলা

মারতে থাকে বুদ্ধিজীবী

দিন-মজুরে কামলা ।

 

গ্রাম-শহরে বোমা মারে

ধ্বংস করে বাড়ি

নারী-শিশুর আর্তনাদে

আকাশটা হয় ভারী ।

 

গর্জে ওঠে বীর বাঙ্গালি

অস্ত্র নিয়ে হাতে

ওদের সাথে লড়াই করে

দিনে এবং রাতে ।

 

হার মেনে যায় দেখে ওরা

প্রতিবাদের আগুন

একাত্তরের মতো আবার

আজকে সবাই জাগুন ।

 

স্বাধীনতা দিবসের ছড়া কবিতা 

 

সোনার চেয়ে খাঁটি

শরিফ আহমাদ

 

লাশের পাহাড় ডিঙে হলো ‌

সোনার বাংলা স্বাধীন

লাল সবুজের ঐ পতাকা

ওড়ে তাধিন তাধিন ।

২৬ এ মার্চের ছড়া

পাখি ওড়ে ডানা মেলে

আসে আবার ফিরে

স্বাধীনতার সুখ পাওয়া যায়

শহর-গ্রামের নীড়ে ।

 

থাকে সবাই সবার মত

মুখে ফোটায় হাসি

কাজে-কর্মে দেয় বুঝিয়ে

দেশকে ভালোবাসি ।

 

বুকের ভেতর বেজে ওঠে

ইঞ্চি ইঞ্চি মাটি

দেশ প্রকৃতি সবার কাছে

সোনার চেয়ে খাঁটি ।

 

 

যুদ্ধ স্মৃতি

শরিফ আহমাদ

 

ওই আকাশের চোখে আছে

একাত্তরের কথা

কোত্থেকে হয় কেমন করে

প্রিয় স্বাধীনতা ।

 

এই যে মাটির বুকে আছে

তাজা তাজা রক্ত

যুদ্ধ স্মৃতি রাখছে জমা

দেশের হাজার ভক্ত ।

 

পদ্মা মেঘনা বলতে পারে

লাশ ভেসে যায় কত

পাহাড় পর্বত সাক্ষী আছে

শির না করে নত ।

 

লাল সবুজের এই প্রকৃতি

যুদ্ধ স্মৃতি জানে

দেশকে ভালবাসতে শেখায়

নীরব আহবানে ।

 

মুক্তিযোদ্ধা ভাই-বোন

শরিফ আহমাদ

 

দেশ মাটিকে স্বাধীন করে

দিলেন যারা

ছিলেন তারা

গরীব-ধনী সবার কাছে প্রিয়

এবং স্মরণীয় ।

 

তাদের জন্য দেশটা পেয়ে

থাকছে সুখে

আঁকছে বুকে

সবাই সবার চির সুখের ছবি

লিখছে বসে কবি ।

 

মুষ্টিযোদ্ধা ভাই-বোনেরা

আলো-আশা

ভালোবাসা

বীর বাঙালির জন্য এটা গর্ব

হয়না যেন খর্ব ।

 

প্রিয় পাঠক । শিশু-কিশোর উপযোগী ছড়া কবিতাগুলো আপনাদের কেমন লাগল কমেন্ট করে আমাদের জানাতে পারেন । আরো কোন কোন বিষয়ে আপনাদের ছড়া-কবিতা প্রয়োজন সেটাও বলতে পারেন । আমাদের নির্ধারিত কবি সাহিত্যিকগণ অবশ্যই আপনাদের চমৎকার সব লেখা উপহার দিবে ইনশাআল্লাহ । আপনারা ভাল থাকুন । সুস্থ থাকুন । শিক্ষা নিউজ এর সঙ্গে থাকুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।

 

 

 

 

 

Related Articles