সাহিত্য

শবে বরাত নিয়ে ছড়া-কবিতা। শরিফ আহমাদ

শবে বরাত নিয়ে কবিতা

 

সুপ্রিয় পাঠক-পাঠিকা ! আজ আপনাদের সঙ্গে শবে বরাতের একগুচ্ছ ছড়া-কবিতা শেয়ার করব । চমৎকার ছড়াগুলো পাঠের পূর্বে দুটি কথা জেনে রাখা ভালো । আরবী ১২ মাসের মধ্যে অন্যতম একটি হচ্ছে শাবান মাস । শাবান মাসের ১৫ তারিখ ‌শবে বরাত ।‌ এটি একটি গুরুত্বপূর্ণ রাত ‌। শবে বরাত নিয়ে সহীহ,হাসান আর জয়ীফ অনেক হাদীস পাওয়া যায়। প্রসিদ্ধ একটি সহীহ হাদীস এরকম-

হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিআল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত । নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবানের রাতে( শবে বরাতে ) আল্লাহ তাআলা তাঁর সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করেন ।

আপনারা এখন সহীহ হাদীসটি পড়লেন । হয়তো এই হাদীসটি আগেও পড়েছেন বা শুনেছেন । কিন্তু প্রেফারেন্স কি পেয়েছেন ? আজকাল তো মানুষ রেফারেন্স ছাড়া সহজে কোন কিছু মানতে চায় না । হাদীসের রেফারেন্সগুলো দেখুন ।

( সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৬৬৫, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৭৫৪, মুসনাদে ইসহাক বিন রাহওয়াই, হাদীস নং-১৭০২, আল মুজামুল আওসাত, হাদীস নং-৬৭৭৬, আল মুজামুল কাবীর, হাদীস নং-২১৫, সুনানে ইবনে মাজা, হাদীস নং-১৩৯০, মুসনাদুশ শামীন, হাদীস নং-২০৩, মুসন্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৪৭৯, শুয়াবুল ঈমান, হাদীস নং-৬২০৪)

আচ্ছা এখন শবে বরাতের ছড়া কবিতাগুলো তো পড়বেন ‌তার আগে একটি কথা বলুন তো শবে বরাতে আপনি কি ইবাদাতের করবেন ? কোন প্ল্যানিং আছে ? আমি একটু বলে দিচ্ছি-

এই রাতে আপনারা বেশি বেশি ইস্তেগফার করুন । আল্লাহর কাছে গোনাহ মাফের জন্য দরখাস্ত পেশ করুন । মুনাজাতে কান্না করুন । কোরআন তেলাওয়াতসহ অনির্ধারিতভাবে নফল নামাজ পড়ুন।‌

এসব উত্তম ও ফজিলতপূর্ণ আমল ।‌ মনে রাখবেন এসব হচ্ছে নফল‌ ইবাদাত । করলে তো‌ সওয়াব পাবেন না পড়লে কিন্তু কোন গুনাহ নেই ।

আচ্ছা এতক্ষণ আমলের কথা শুনলেন এবার শবে বরাতের বর্জনীয় কাজের কথা শুনুন । শবে বরাতে আতশবাজির বিরুদ্ধে আওয়াজ তুলুন । হালুয়া-রুটি সংস্কৃতিকে না বলুন । শরীয়ত বহির্ভূত অন্যান্য কাজ গুলো ছাড়ুন । দুনিয়া ও আখিরাতে উপকৃত হবেন ইনশাআল্লাহ । এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।এবার ছড়া কবিতাগুলো পড়ুন ।

 

শবে বরাত নিয়ে কবিতা

 

এলো বরাত

শরিফ আহমাদ

 

বছর ঘুরে বরাত এলো

আর কটা দিন বাকি

আমরা সবাই অপেক্ষাতে থাকি ।

 

নেকীর হবে ছড়াছড়ি

রাখবো নফল রোজা

দীনের বিধান নয় কখনো বোঝা ।

 

পড়বো কুরআন এবং নামাজ

করবো মধুর জিকির

ঈমান-আমল নিয়ে হবে ফিকির ।

 

মাগফিরাতের তুলবো ধ্বনি

আল্লাহ করবেন ক্ষমা

ধন্য হবো করবো‌ না পাপ জমা ।

 

শবে বরাতের ছড়া কবিতা 

 

মুক্তির রাত

শরিফ আহমাদ

 

বরকতের এক রাত এসেছে

শাবান মাসের মাঝে

কাজে—

প্রস্তুতি নাও মুসল্লীদের সাজে ৷

পড়ুন – শবে মেরাজের ছড়া কবিতা 

 

আরামের ঘুম ছাড়তে পারো

ইবাদাতের জন্য

আল্লাহর রঙ দিয়ে জীবন

করতে হবে ধন্য ৷

 

হোক ইবাদাত মসজিদে বা

থেকে নিজের বাসায়

আশায়—

হোক মুনাজাত অশ্রুসিক্ত ভাষায় ৷

 

বাড়াবাড়ি ছাড়াছাড়ির

হোক বাতায়ন বন্ধ

থাকলে ঈমান আমল লাগে

নেক কাজে আনন্দ ৷

 

শবে বরাতের ছড়া 

 

নফল ইবাদাত

শরিফ আহমাদ

নফল ইবাদত

আবার এলো শবে বরাত

নামাজ পড়তে হবে

শহর-গ্রামের নারী পুরুষ

প্রস্তুতি নেয় সবে ।

 

পুরুষ মানুষ মসজিদে যায়

যায় ছোটরা সাথে ‌

শুনবে বয়ান করবে দোয়া

আজ বরাতের রাতে ।

 

আর নারীরা ঘরে বসে

ইবাদাতে থাকে

কোরআন পড়ে জিকির করে

আল্লাহকে ডাকে ।

 

নফল বিধান মানতে গিয়ে

সবার যেমন গরজ

আহা এমন থাকতো যদি

মানতে সকল ফরজ ।‌

 

শবে বরাতের স্ট্যাটাস

 

হাদীসের গল্প

শরিফ আহমাদ

 

মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখেন

নবী ঘরে নাই

কুল না পেয়ে মা আয়েশা

খুঁজতে বেরোন‌ তাই ।

 

আশে-পাশে নজর দিয়ে

পান না খুঁজে আর

ঐ জান্নাতুল বাকীর মাঝে

পেলেন দেখা তার ।

 

তাকে দেখে নবী বলেন

খেয়ে যেন শখ

কী ভাবো আল্লাহর নবী

মারবে তোমার হক ?

 

আজ শাবানের মধ্যরাতে

ডাকতে থাকেন রব

কার কী লাগে আমার কাছে

সব চেয়ে নাও সব ।

 

লোক ক্ষমা পায় বনু কালবে

আছে যত মেষ

পায়না ক্ষমা ছড়ায় যারা

হিংসা ও বিদ্বেষ ।

 

শবে বরাত নিয়ে উক্তি

 

রাতের ইবাদাত

শরিফ আহমাদ

 

দিনের শেষে রাতটা আসে

নেকির খুশবু মনে

হয় আলাদা ঘর পরিবেশ

মধুর আকর্ষণে ।

 

হাতের মুঠোয় তাসবী দানা

ছোঁয়া পেয়ে হাসে

গিলাফ ঢাকা প্রেমের চিঠি

চোখের পাতায় ভাসে ।

শবে বরাত ছড়া

তাহাজ্জুদের জায়নামাজে

চোখের পানি ঝরে

মাগফিরাতের পরশ নিয়ে

আনন্দে মন ভরে ।

 

প্রভুর সাথে প্রেম জমাতে

রাত আসে বারবারে

যে কেউ রাতের ইবাদাতে

আশেক হতে পারে ।

 

 

হালুয়া আর রুটি

শরিফ আহমাদ

 

হালুয়া আর রুটি খাবেন

খান বানিয়ে নিজে

কিংবা রাখুন ফ্রিজে ।

 

পরকে দিয়ে সওয়াব নিবেন

বড়ো ভালো কথা

নিজের স্বাধীনতা ।

 

কিন্তু এটা বরাত এলে

কেন যাবেন করতে

ভুল রুসুমাত ধরতে ।‌

 

বরাতে নেই রুটির কথা

সওয়াব দূরের বিষয়

সত্য কথা কি সয় ?

 

অন্যদিনে‌ হালুয়া খান

পরকে দিয়েন রুটি

বরাতে দিন ছুটি ।

 

শেষকথাঃ

 

প্রিয় পাঠক পাঠিকা! ছোটদের জন্য লেখা শবে বরাতের ছড়া-কবিতাগুলো কেমন লাগলো ? আর কোন কোন বিষয়ে ছড়া-কবিতা চান‌? কমেন্ট করে জানান । আজ এ পর্যন্তই । যে যেখানে থাকেন‌ সুখে থাকুন । ভালো থাকুন । শিক্ষা নিউজের সংগে থাকুন। আল্লাহ হাফেজ।

বিঃদ্রঃ  শিক্ষা রিলেটেড যেকোন খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হেন

Related Articles