কওমী মাদ্রাসামাদ্রাসা

কওমী মাদ্রাসার শ্রেনীর নাম / কওমী মাদ্রাসার সিলেবাস‌ মাওলানা শরিফ আহমাদ

কওমী মাদ্রাসার শ্রেনীর নাম / কওমী মাদ্রাসার সিলেবাস‌

 

সুপ্রিয় পাঠক বন্ধু‌‌ ।‌ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । কেমন আছেন আপনি? আপনি ভালো এবং সুস্থ থাকুন এই দোয়া করি এবং দোয়া চাই । আজ আপনাকে জানাবো কওমী মাদ্রাসার শ্রেনীর নাম সমূহ । উপকৃত হলে অবশ্যই শেয়ার ,লাইক, কমেন্ট করে পাশে থাকবেন । এবার পাঠ শুরু করুন‌ ।

 

 

কওমী মাদ্রাসা কি ও কেন ?

 

 

আচ্ছা বন্ধু ! কওমী মাদ্রাসা সম্পর্কে কি আপনার জানা আছে ? জানা থাকলে ভালো, না থাকলে সংক্ষেপ একটু জেনে নিন । কওম একটি আরবী শব্দ । শব্দটির অর্থ হল গোষ্ঠী ,গোত্র, জাতি ‌, জনগণ ইত্যাদি । মাদ্রাসা শব্দটিও একটি আরবী শব্দ । শব্দটির অর্থ হলো বিদ্যালয় , স্কুল ও পাঠশালা ইত্যাদি ।

 

দুটো শব্দকে একত্র করলে অর্থ হচ্ছে জাতীয় মাদ্রাসা বা জনগণের জাতীয় পাঠশালা ।

যেহেতু কওমী মাদ্রাসাগুলো সরকারি অনুদান ছাড়া আল্লাহ তাআলার অনুগ্রহে এবং সাধারণ মানুষদের অনুদানের উপর চলে তাই এগুলোকে কওমী মাদ্রাসা বলা হয় ।

সংক্ষেপে কওমী মাদ্রাসার পরিচয় জেনে গেলেন । এবার আপনাকে জানাবো কওমী মাদ্রাসার মূলনীতি ।

 

কওমী মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত ও দারুল উলুম দেওবন্দের আদর্শ , মূলনীতি ও মত-পথের অনুসরণে চলে থাকে । এই কওমী মাদ্রাসাগুলো হচ্ছে ইলমে ওহীর চর্চার বিশুদ্ধ প্রাণকেন্দ্র ।

 

 

কওমী মাদ্রাসার শ্রেনীর নাম ও সিলেবাস

 

কওমী মাদ্রাসা এখন দুই সিলেবাসে বিভক্ত ।

১. দরসে নেজামী ২. মাদানী নেসাব ।

 

দরসে নেজামীতে সমস্ত কিতাব লম্বা সময় ধরে পড়ানো হয় । আর মাদানী নেসাবে মুলো গুরুত্বপূর্ণ কিতাবগুলো অল্প সময়ে পড়ানো হয় ।

 

প্রথমে আপনাকে দরসে নেজামীর শুরু থেকে নিয়ে সর্বোচ্চ বিভাগ পর্যন্ত যতগুলো শ্রেণী রয়েছে তাদের নামগুলো সিলেবাস সহ জানাবো ।

 

তারপর মাদানী নেসাবের ক্লাসে নাম এবং কিতাবের নাম গুলো জানাবো । সুতরাং পড়তে থাকুন সামনে ।

 

 

 

দরসে নেজামীর প্রথম ধাপের ৩ টি ক্লাস

 

 

১. মক্তব বিভাগ

২.নাজেরা বিভাগ

৩. হিফজুল কোরআন বিভাগ ।

 

মক্তব বিভাগটি হচ্ছে মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জন্য বুনিয়াদি শিক্ষা ।‌ তিনটি বছরে এখান থেকে প্রাথমিক আরবী ,বাংলা, ইংরেজি ,অংক , কালিমা- হাদীস , দোয়া-মাসয়ালা ও সাধারণ জ্ঞানের পাঠ দেওয়া হয় ।

 

২. নাজেরা বিভাগে পবিত্র কুরআন সহী শুদ্ধ করে শেখানোর তালিম দেওয়া হয় । পাশাপাশি কোরআন শিক্ষার কায়দা কানুন অর্থাৎ মদ্দ, মাখরাজ হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় ।

 

৩. হিফজুল কোরআন বিভাগে শুধু পবিত্র কুরআন মুখস্থ করার জন্য সময় দেওয়া হয় । রুটিন মত ছাত্র-ছাত্রীরা পবিত্র কুরআন মুখস্থ করে থাকেন । এবং দক্ষ- অভিজ্ঞ শিক্ষকগণ ছায়ার মতো তাদের সঙ্গে থাকেন। বলা চলে মক্তব এবং নাজেরা বিভাগের চেয়ে এই বিভাগে তুলনামূলক কষ্ট বেশি । দরসে নেজামী কিংবা মাদানী নেসাব যেটাই হোক না কেন উল্লেখিত তিনটি বিভাগ সবাইকে পড়তে হবে । তারপরে পছন্দ অনুযায়ী দরসে নেজামী বা মাদানী নেসাবে যেতে হবে ।

 

 

 

দরসে নেজামীর দ্বিতীয় ধাপের ক্লাস

 

মূলত নাজেরা বিভাগ শেষ করে হাফেজ হতে আগ্রহীরা হিফজুল কোরআন বিভাগে ভর্তি হন । হিফজ শেষ করে কিতাব বিভাগে চলে আসেন । আর যারা হিফজ করার প্রতি আগ্রহী নয় তারা সরাসরি কিতাব বিভাগে চলে আসেন‌ । এবং ধারাবাহিক এখ বছর করে সময় দিয়ে প্রত্যেকটি ক্লাস করতে থাকেন । এবার সেগুলো উল্লেখ করছি।

 

কওমী মাদ্রাসার শ্রেনীর নাম

 

১. উর্দু জামাত ।

 

উর্দু জামাতে এই বাংলা, ইংরেজি ,অংক এর পাশাপাশি কিতাবগুলো পড়ানো হয়-

* উর্দু কায়দা * উর্দু কি পহেলী কিতাব * উর্দু দুসরি কিতাব * নুজহাতুল কারী * তারিখুল ইসলাম * গুলজারে সুন্নত ইত্যাদি ।

 

. জামাতে তাইসির ।

 

তাইসীর জামাতে বাংলা, ইংরেজি ,অংক এর পাশাপাশি কিতাবগুলো পড়ানো হয়-

* তাইসীরুল মুবতাদী * ফারসি কি পহেলী * তারীখুল ইসলাম* জামালুল কুরআন,পান্দেনামা, কারীমা, বেহসতী গাওহার ।

কওমী মাদ্রাসার শ্রেনীর নাম

 

৩. জামাতে মিজান

 

মিজান জামাতে বাংলা, ইংরেজি ,অংক এর পাশাপাশি কিতাবগুলো পড়ানো হয়-

* মিজান মুনশাইব * ইলমুস সরফ * এসো সরফ শিখি * বুস্তা * গুলিস্তা‌ ‌ * তারীখুল ইসলাম * সফওয়াতুল মাসাদির * এসো আরবী শিখি * বাকুরাতুল আদব ।

 

৪. জামাতে নাহবেমীর

 

জামাতে বাংলা, ইংরেজি ,অংক এর পাশাপাশি কিতাবগুলো পড়ানো হয়-

* নাহবেমীর * পাঞ্জেগাঞ্জ* মালাবুদ্দা মিনহু * শরীফে মিয়াতে আমেল * যাদুত তালেবীন * কাসাসুন নাবী *

* এসো আরবী শিখি * সীরাতে খাতামুল আম্বিয়া

* ইলমুস সরফ * আল ফিকহুক মুয়াসসার ।

 

৫. জামাতে হেদায়েতুন নাহু ‌।

 

এই জামাতে এই কিতাবগুলো পড়ানো হয়-

* হেদায়েতুন নাহু * ইলমুস সীগাহ *

*সীরাতে খাতামুল আম্বিয়া* নুরুল ঈযাহ

* তাইসিরুল মানতিক * হেকায়েতে কালয়ুবী

* ফুসুলে আকবরী * তারিখে মিল্লাত

* মুয়াল্লিমুল ইনশা ১ম খন্ড

* যাদুত তালেবীন *আত তরিকুল ইনশা ১ম খন্ড ।

 

৬. জামাতে কাফিয়া ।

 

এই জামাতে এই কিতাবগুলো পড়ানো হয়-

* কাফিয়া * উসুলুশ শাশী * দুরুসুল বালাগাত * নুফহাতুল আরব * তাইসিরুল মানতিক * মিরকাত

* মুয়াল্লিমুল ইনশা ২য় খন্ড* মুখতাসারুল কুদুরী * সিরাজী ।

 

৭. জামাতে শরহে জামী ।

 

এই জামাতে এই কিতাবগুলো পড়ানো হয়-

* শরহে জামী * মুখতাসারুল মা’আনী *শরহে তাহযীব *

মাকামাতে হারীরী * শরহে বেকায়া * উসূলুশ শাশী *

মুয়াল্লিমুল ইনশা ১ম খন্ড *কানযুদ দাকায়েক ।

 

 

৮. জামাতে শরহে বেকায়া ।

 

এই জামাতে এই কিতাবগুলো পড়ানো হয়-

* শরহে বেকায়া* নুরুল আনওয়ার* তরীকুল ইনশা তৃতীয় খন্ড * মাকামাতে হারীরী* মুখতাসারুল মা’আনী দ্বিতীয় খন্ড * মুখতাসারুল মা’আনী প্রথম খন্ড* তাফসীরে মারেফুল কুরআন ১ থেকে ৮ খন্ড *

* মুখতাসারুল মা’আনী ১ম খন্ড* শানে নুযুল* সরহে তাহজিব * তাফসীরে আনওয়ারুল কুরআন ।

 

৯. জামাতে জালালাইন ।

 

* মুখতাসারুল মা’আনী প্রথম ও দ্বিতীয় খন্ড *

* ফাইজুল কাবির* দিওয়ানে মুতানাব্বী

* আশরাফুল হিদায়া প্রথম খণ্ড * আল হেদায়া দ্বিতীয় খন্ড* আল হেদায়া তৃতীয় খন্ড *আল হেদায়া চতুর্থ খন্ড । * আকীদাতুত তহাবী * নুরুল আনওয়ার প্রথম খন্ড* নুরুল আনওয়ার দ্বিতীয় খন্ড * তাফসীরে জালালাইন প্রথম খন্ড * তাফসীরে জালালাইন দ্বিতীয় খন্ড* তাফসিরে জালালাইন তৃতীয় খন্ড ।

 

১০. জামাতে মেশকাত ।

 

* আল হেদায়া তৃতীয় খন্ড * আল হেদায়া চতুর্থ খন্ড *মিশকাতুল মাসাবিহ প্রথম খন্ড* মিশকাতুল মাসাবীহ তৃতীয় খন্ড *নুখবাতিল ফিকার, তাফসীরে বায়যাবী* শরহে আকায়েদ * ফেরাকে বাতেলা * ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ ।

 

১১. দারুল হাদীস / মাস্টার্স ।

 

* সহীহ বুখারী প্রথম খন্ড * সহীহ বুখারী দ্বিতীয় খন্ড ,

* সহীহ মুসলিম প্রথম খন্ড* সহীহ মুসলিম দ্বিতীয় খন্ড

* জামে তিরমিজি প্রথম খন্ড* জামে তিরমিজি দ্বিতীয় খন্ড *আবু দাউদ প্রথম খন্ড* আবু দাউদ দ্বিতীয় খন্ড *

* সুনানে নাসায়ী প্রথম খন্ড * সুনানে নাসায়ী দ্বিতীয় খন্ড * ইবনে মাজা মাজাহ* মুয়াত্তা মালেক সকল খন্ড

*মুয়াত্তা মুহাম্মদ সকল খন্ড * শামায়েলে তিরমিজি * উসুলুল হাদীস ।‌

প্রিয় পাঠক বন্ধু । আপনাকে একে একে দরসে নিজামীর সকল ক্লাসের নাম এবং সিলেবাস জানালাম এবার আপনাকে দেখাবো মাদানী নেসাবের ক্লাসের নাম এবং সিলেবাস । আরেকটু ধৈর্য ধরে পড়ুন । অচিরে লেখা শেষ হবে ।

 

ইফতা ( ফতোয়া বিভাগ )

 

কওমী মাদ্রাসার সর্বোচ্চ বিভাগের নাম ‌ইফতা ।‌ এই ইফতা বিভাগের ইসলামিক উচ্চতর আইন বিষয়ে গবেষণা করা হয় ।‌ ইসলামিক কোন বিষয়ে অথবা শরীয়তের কোন মাসয়ালা সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে এই ক্লাস অধ্যায়ন করা অত্যাবশ্যক ‌।‌
এই ক্লাসে অন্যান্য ক্লাসের মত সিলেবাস নেই বললেই চলে । প্রত্যেকটি মাদ্রাসা থেকে ইফতা বিভাগের জন্য সম্মানিত শিক্ষক মুফতি সাহেবগণের সিদ্ধান্ত অনুযায়ী কিতাব নির্ধারিত করে পড়ানো হয় । এবং তাদের তত্বাবধায়নে তামরীন করানো হয় । তবে তাদের যে কিতাবগুলো পড়ানো হয় সেগুলো হলো-

ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১ — ২৫ খন্ড
ফাতহুল বারি সকল খন্ড
আহসানুল ফাতাওয়া ১ — ১০ খন্ড
ইমদাদুল ফাতাওয়া ১— ১২ খন্ড
ফাতাওয়ায়ে শামী ১—১২ খন্ড
ফাতাওয়া দারুল উলুম
মাসায়েল আওর উনকা হাল
উসুলে ফাতাওয়া সংক্রান্ত আরও অনেক কিতাব পড়ানো হয় ।

 

মাদানী নেসাব কি ?

 

 

মাদানী নেসাব একটি যুগোপযোগী সাত বছর মেয়াদী আলেম কোর্স । আলেম হওয়ার জন্য পূর্বশর্ত হলো আরবী ভাষা জানা । কোরআন-হাদীসের সমস্ত কিছু আরবীতে।‌ সুতরাং যে যত বেশি আরবী জানবে তার ইলেম অর্জন তত সহজ হয়ে যাবে । মাদানী নেসাবের বৈশিষ্ট্য এখানেই ।‌

 

মাদানী নেসাব

এখানে অল্প সময়ে সামান্য কিছু কিতাবের মাধ্যমে সবচেয়ে সহজতম পন্থায় আরবী শিখা যায় । এই সিস্টেমের প্রবর্তক হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হাফিজাহুল্লাহ । আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং উত্তম প্রতিদান দান করুন । আমীন ।

 

মাদানী নেসাবের সিলাবাস

 

প্রথম বর্ষঃ

এসো উর্দু শিখি

আল‌ তামরীন আল কিতাবী

এসো আরবী শিখি

এসো সরফ শিখি

কাসাসুন নাবিয়্যিন প্রথম খন্ড ।

 

দ্বিতীয় বর্ষঃ

 

এসো কোরআন শিখি প্রথম খন্ড

আল কেরাতুর রাশেদা প্রথম খন্ড

কাসাসুন নাবিয়্যিন দ্বিতীয় খন্ড

কাসাসুন নাবিয়্যিন তৃতীয় খন্ড

এসো কোরআন শিখি দ্বিতীয় খন্ড

এসো কোরআন শিখি দ্বিতীয় খন্ড

এসো ফিকহ শিখি

এসো নাহব শিখি

আল কিরাআতুর রাশিদা ২য় খন্ড

আল-ফিকহুল মুয়াসসার

 

তৃতীয় বর্ষঃ

 

এসো কোরআন শিখি তৃতীয় খন্ড

হেদায়াতুন নাহু

এসো‌ বালাগাত শিখি

আল কেরাতুর রাশেদা দ্বিতীয় খন্ড

কাফিয়া

তাইসিরুল মানতিক

মুখতাসার প্রথম খন্ড

এসো কোরআন শিখি চতুর্থ খন্ড ।

 

 

চতুর্থ বর্ষঃ

 

তরজমায়ানিল কুরআন কারীম

উসূলুশ শাশী

মীরকাত

কাসাসুন নাবিয়্যীন ৫ম

নুরুল আনওয়ার

আল হিদায়া ১ম

আল হিদায়া ২য় ।

 

পঞ্চম বর্ষঃ

 

আল হেদায়া ৩য়

আল হেদায়া ৪র্থ

ফাউযুল কাবীর

সিরাজী

শরহে আকিদাতুত ত্বহাবী ।

 

ষষ্ঠ বর্ষঃ

 

আল হেদায়া ৪থ

তাফসিরে বাইজাবি

শরহে আকিদাতুন নফসিয়া

শরহে নুখবাতুল ফিকার

মিশকাতুল মাসাবিহ ১ম

মিশকাতুল মাসাবিহ ২য় ।

 

সপ্তম বর্ষঃ

 

বুখারী শরীফ প্রথম খন্ড

বুখারী শরীফ দ্বিতীয় খন্ড

মুসলিম শরীফ প্রথম খন্ড

মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড

তিরমিজি শরীফ প্রথম খন্ড

তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড

আবু দাউদ শরীফ প্রথম খন্ড

আবু দাউদ শরীফ দ্বিতীয় খন্ড

সুনানে নাসায়ী প্রথম খন্ড

সুনানে নাসাঈ দ্বিতীয় খন্ড

শরহে মায়ানিল আছার

সুনানে ইবনে মাজাহ ।

 

অষ্টম বর্ষঃ

 

সুনানে নাসাঈ শরীফ প্রথম খন্ড

সুনানে নাসাঈ শরীফ দ্বিতীয় খন্ড ।

 

প্রিয় পাঠক‌ বন্ধু । ধৈর্য নিয়ে আপনি পুরো লেখাটি পড়েছেন । আশা করছি আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর গুলো পেয়ে গেছেন ।‌ আপনার মনে যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন । আমি কথা দিচ্ছি দ্রুত জবাব দেবো ইনশাআল্লাহ । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।

 

 

লিখনে: মাওলানা শরিফ আহমাদ

ঢাকা, বাংলাদেশ ।

 

 

Related Articles