সাহিত্য

শোক দিবসের ছড়া কবিতা । ১৫ আগস্ট সম্পর্কে কবিতা

শোক দিবসের ছড়া কবিতা। বঙ্গবন্ধু‌কে নিয়ে কবিতা ।

 

সুপ্রিয় পাঠক ।

বাংলার মানুষের প্রাণপ্রিয় নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতির চিরকালের স্বপ্ন আশা ও সংগ্রামের সমন্বয়ক।

 

তিনিই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি । এই কথা বিশ্বের সবাই কমবেশি জানে । সবাই জানে তার বর্ণাঢ্য সোনালী জীবন ইতিহাস । চর্চা হয় তার জীবন বৃত্তান্ত ।

 

কালের পরিক্রমায় আবারো এলো ১৫ আগস্ট । ঐতিহাসিক জাতীয় একটি শোক দিবস। প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে এ দিনটিকে শোকের সাথে পালন করা হয় । এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখা হয় ।

শোক দিবসের ছড়া

কেননা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তারিখে বিপথগামী কিছু সৈন্য এবং রাষ্ট্রদ্রোহীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারের হত্যা করে । ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই দিবসের উৎপত্তি ।

পড়ুনঃ

১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে বক্তব্য 

 

এই দিনটিকে ঘিরে দেশজুড়ে অনুষ্ঠিত হয় নানা আয়োজন ।‌ রাজনৈতিক নেতৃবৃন্দ দোয়া মাহফিল এবং আলোচনা সভা করে থাকে। ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াগুলো বিশেষ বুলেটিন বা প্রতিবেদন প্রচার করে ।

 

বিভিন্ন স্কুল কলেজে হয় প্রতিযোগিতা । কোথাও কোথাও জমে ওঠে ছড়া কবিতা পাঠের আসর । কিন্তু অনেকেই যুগপযোগী চমৎকার ছড়া কবিতা হাতের নাগালে পায় না । তাই দৈনিক শিক্ষা নিউজের পক্ষ থেকে কবি শরিফ আহমাদ কে আমন্ত্রণ জানানো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে একগুচ্ছ ছড়া কবিতা লিখার জন্য । তিনি ব্যস্ততার ভেতরেও এ আহবানে সাড়া দিয়েছেন । লিখেছেন বেশ কয়েকটি ছড়া কবিতা । পাঠিয়েছেন শিক্ষা নিউজে ‌। তাই ঐ ছড়া-কবিতা গুলি আজ আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে ।

 

শরিফ আহমাদ এর একগুচ্ছ ছড়া-কবিতা :

 

শোক দিবসের ছড়া কবিতা
শোক দিবসের ছড়া কবিতা

শোক দিবস

শরিফ আহমাদ

 

ঐতিহাসিক শোক দিবসের

রক্ত ঝরা গল্প

লিখছি ছড়ায় অল্প !

 

আগষ্ট মাসের পনেরো তারিখ

আধার ঘেরা রাতে

দেশদ্রোহীরা হামলা চালায়

মহান নেতার গা’তে ।

 

তার আরো যে স্বজন ছিলো

পায় যেখানে যাকে

হত্যা করে তাকে ।

 

দেশ প্রকৃতির রঙিন স্বপ্ন

শেষ করেছে তারা

ওদের একদিন বিচার হবে

কেউ পাবে না ছাড়া ।

 

প্রতি বছর আগষ্টের সেই

দিন করা হয় স্মরণ

বুকের রক্ত ক্ষরণ।

 

 

বঙ্গবন্ধুর ছড়া

শরিফ আহমাদ

 

বঙ্গবন্ধুর ছড়া লিখতে

ইতিহাসের পাতায় টিকতে

যেই দিয়েছি হাত,

তার কাহিনী অশ্রু ঝরায়

রাতের পরে রাত ।

 

আমার সাথে রাতের তারা

বন-বনানীর নিঝুম পাড়া

সবাই দিলো যোগ,

বঙ্গবন্ধুর চলে যাওয়ায়

সবার মনে শোক।

 

শোকের থেকে শক্তি নিয়ে

তার প্রতি প্রেম-ভক্তি নিয়ে

লিখছি ছড়া রোজ,

তার মতো এক মহান নেতা

বিশ্ব করে খোঁজ ।

১৫ আগস্ট সম্পর্কে কবিতা

বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা

শোক দিবসের ছড়া: 

 

চির সুখে থাকুক

শরিফ আহমাদ

 

বঙ্গবন্ধুর নাম

এই পৃথিবীর সবাই জানে

দেয় সকলে দাম ,

গরিব-দুঃখির আপন ছিলেন তিনি

বাঙালিরা তার কাছে আজ ঋণী।

 

শ্রেষ্ঠ ভাষণ তার

দুনিয়াতে এমন নজীর

আর হবে না আর,

তিনি ছিলেন স্বাধীনতার মূলে

দেশ গড়েছেন শান্তি সুখের ফুলে ।

 

আজকে তিনি নেই

শোক দিবসে লাখো মানুষ

হারিয়ে ফেলে খেই,

কত মানুষ দুআ মাহফিল করে

চির সুখে থাকুক মাটির ঘরে ।

 

 

বঙ্গবন্ধুর নামে

শরিফ আহমাদ

 

স্কুলের এক অনুষ্ঠানে

খুব আনন্দ হাসি-গানে

বলতে হবে ছড়া,

তাই হয়েছে বন্ধ খোকার পড়া ।

 

কোন ছড়াটা হবে কেমন

আবৃত্তি হয় যেমন যেমন

সবকিছু নেয় শিখে,

ছড়া পাঠে যায় যেন সে টিকে ।

 

অনুষ্ঠানে হাজার মানুষ

যায় উড়িয়ে কথার ফানুস

সবার সামনে গিয়ে,

হঠাৎ করে খোকার হলো কি-এ ।

 

কবির মতো চলতে থাকে

নতুন ছড়া বলতে থাকে

বঙ্গবন্ধুর নামে,

হয় বিজয়ী ভালোবাসার খামে ।

 

বঙ্গবন্ধু কে নিয়ে   ছড়া কবিতা:

 

মুজিব মানে

শরিফ আহমাদ

 

মুজিব মানে মুক্ত আকাশ

ঝলমলে এক রবি

মুজিব মানে রক্তে আঁকা

স্বাধীনতার ছবি ।

 

মুজিব মানে স্বপ্ন আশা

আকাশ ছোঁয়া ভালোবাসা

লাল গোলাপের ঘ্রাণ,

মুজিব মানে বাংলাদেশের প্রাণ ।‌

 

মুজিব মানে ন্যায়ের শাসন

ঐতিহাসিক দেওয়া ভাষণ

জেগে ওঠার সুর,

মুজিব মানে আলোর সমুদ্দূর ।

 

মুজিব মানে গানের ছন্দ

ত্যাগের মাঝে খুব আনন্দ

বিজয়ের উল্লাস,

মুজিব মানে শান্তি-সুখের বাস ।

 

মুজিব মানে বীর বাঙালির

সজাগ রাখা দৃষ্টি

মুজিব হলো আল্লাহপাকের

অপূর্ব এক সৃষ্টি।

 

 

জাতির পিতা

শরিফ আহমাদ

 

জন্ম থেকে শুধু তোমার

নাম মোবারক শুনেছি

বীর গাঁথা সব গল্প শুনে

দেখার স্বপ্ন বুনেছি ।

 

স্বপ্নে তোমায় দেখবো বলে

কতো মান্নত করেছি

তোমার নামে গান কবিতা

শব্দ মালায় গড়েছি ।

 

নিত্য তোমার ভাষণ শুনি

শুনি তোমার কাহিনী

বীর বাঙালি কেমনে ভাগায়

পাক হানাদার বাহিনী ।

 

তোমার জন্য দেশ পেয়েছি

তুমি বইয়ের পাতাতে

জাতির পিতা থাকবে তুমি

সবার হৃদয়- মাথাতে ।

 

১৫ আগস্ট সম্পর্কে কবিতা

ইতিহাসের নায়ক
শরিফ আহমাদ

 

মুজিব তুমি জাতির পিতা
গরীব দুঃখীর পরম মিতা
সবাই পাগল শুধু তোমার জন্য
ধন্য তুমি ধন্য ।

 

তুমি ইতিহাসের নায়ক
আগুন জ্বলা সুরের গায়ক
তোমার ভাষণ কাঁপায় যেন বিশ্ব
সবাই তোমার শিষ্য ।

 

তোমার জন্য দেশ পেয়েছি
শক্তি সাহস বেশ পেয়েছি
কৃতজ্ঞ তাই শহুরে লোক-চাষী
তোমায় ভালোবাসি ।

 

 

আলোর দিশা

শরিফ আহমাদ

 

আকাশ জানে বাতাস জানে

জানে রাতের তারা

দেশ-প্রকৃতির মন‌ ভালো নেই

বঙ্গবন্ধু ছাড়া‌‌ ।

 

ফুল বাগানে ঘ্রাণ মোটে নেই

ফুল যদিও ফোটে

গাছের ডালে পাখ-পাখালির

বেসুরো গান ঠোঁটে‌ ।

 

নদী ছোটে কেমন‌ যেন

হারিয়ে নিজ গতি

বঙ্গবন্ধুর কথা সবার

পড়ছে মনে অতি ।

 

তিনি ছিলেন বীর বাঙালির

স্বপ্ন আলোর দিশা

তাকে ছাড়া আজকে দেশের

কাটবে অমানিশা ?

 

স্বাধীনতার ফুল

শরিফ আহমাদ

 

 

বাংলাদেশের প্রান্ত জুড়ে

পাখপাখালির গান

দূর আকাশে তারার মেলা

যেন তুলির টান ।

 

তেপান্তর আর চোখ জুড়ানো

সবুজ ঘেরা মাঠ

শহর-গ্রামের ঐ জমিনে

হাজার দোকানপাট।

 

 

এঁকেবেঁকে নদী ছোটে

রুপালি দুই তীর

মসজিদ এবং বিদ্যালয়ে

হাজার লোকের ভিড়।

 

 

সুখের স্বপ্ন আঁকে সবাই

থাকে হুলস্থুল

বঙ্গবন্ধু ফুটিয়ে যান

স্বাধীনতার ফুল।

 

 

 

শোক দিবস

শরিফ আহমাদ

 

 

শোক দিবসের উপলক্ষে

হয় যে কত কিছু

শ্রদ্ধা নিয়ে লেখার জন্য

মাথা করি নিচু ।

 

 

প্রধানমন্ত্রীর শোকের বার্তা

পত্রিকাতে আসে

দোয়া-মাহফিল স্মরণ সভা

চোখের পাতায় ভাসে ।

 

বিদ্যালয় বা ক্লাবগুলোতে

নানান অনুষ্ঠানে

জাতির পিতার গল্প-কথা

সামনে সবাই আনে ।

 

 

কাঙালিভোজ জমে ওঠে

উদ্যোগী হয় সরকার

দেশ-দরদীর জন্য এটা

পালন করা দরকার।

 

 

 

 

পড়ুন – 

শোক দিবস উপলক্ষে বক্তৃতা

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য

 

শেষ কথাঃ

 

প্রিয় পাঠক।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছড়া কবিতাগুলো আপনাদের কেমন লেগেছে ? কমেন্ট করে জানান । আরো কোন বিষয় ছাড়া কবিতা লাগলে বলুন । নির্ধারিত সময়ের মধ্যে দৈনিক শিক্ষা নিউজ এর নির্ধারিত কবি সাহিত্যিকগণ লিখে দিতে প্রস্তুত আছে‌। যে যেখানে থাকেন ভালো থাকুন । সুস্থ এবং সুন্দর থাকুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।

 

 

 

 

 

Related Articles