ইসলাম

ইফতারের দোয়া মাওলানা শরিফ আহমাদ

ইফতারের দোয়া

 

প্রিয় দ্বীনি ভাই-বন্ধুরা । চলছে মাহে রমজান । আশা করছি সকলে রোজা রাখছেন । আর রোজা রাখলে অবশ্যই ইফতার করতে হবে । ইফতার করার দোয়া এবং এই সময়ের কিছু আমল আপনাদের সঙ্গে শেয়ার করছি । আগে ইফতারের দোয়াগুলো দেখুন ।

 

 

ইফতারের পূর্বের দোয়া

 

সাধারণতঃ আসরের নামাজের পর থেকে নিয়ে সবাই ইফতারের আয়োজন করতে থাকেন । এই ইফতার বানানোর ফাঁকে ফাঁকে কিংবা অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন ।

يَا وَاسِعَ الْمَغْفِرَةِ اغْفِرْ لِي

 

বাংলা উচ্চারণঃ ইয়া ওয়াসিআল মাগফিরাহ! ইগফিরলি । (শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৬২০)

অন্যান্য হাদীসের কিতাবে এই দোয়াটিও পড়ার কথা বর্ণিত হয়েছে ।

يا واسع الفضل اغفرلي

বাংলা উচ্চারণ: ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি ।

 

ইফতারের দোয়া

 

‌ للَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ.

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু ।‌

দোয়াটির অনুবাদ:

হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিকের মাধ্যমে ইফতার করছি ।

( সুনানে আবু দাউদ, হাদীস নং-২৩৫৮, মুজামুল আওসাত, হাদীস নং-৭৫৪৯)

 

অথবা দোয়াটি আরেকটু বাড়িয়ে এভাবে করতে পারেন । সমাজে এটাই বেশি প্রচলিত ।

اللهم لك صمت وعلى رزقك افطرت برحمتك يا ارحم الراحمين .

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু বিরাহমাতিকা ইয়া আর হামার রাহিমীন ।

দোয়াটির অনুবাদঃ হে করুনাময় অসীম দয়ালু আল্লাহ আমি তোমারে সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক এর মাধ্যমে ইফতার করছি ।

 

ইফতার শেষের দোয়া

 

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

 

বাংলা উচ্চারণ: জাযাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক্বু, ওয়াছাবাতাল আজরু ইনশাআল্লাহু। (আবু দাউদ, হাদীস নং-২৩৫৭)

ইফতার করার সঠিক নিয়ম। ইফতারের দোয়া

প্রিয় দ্বীনি ভাই ও বন্ধুরা । এবার আপনারা অন্য সময়ে খানার পূর্বের দোয়া এবং পরের দোয়াগুলো দেখুন ।

এগুলো শিখলে সব সময় কাজে লাগবে আপনাদের ।

 

খাওয়া শুরুর দোয়া

 

بِسْمِ اللهِ وَبَرَكَةِ اللهِ

বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াবারাকাতিল্লাহ ।

(মুসতাদরাকে হাকেম ,হাদীস নং-৭২৩৬)

 

খাওয়া শেষের দোয়া

 

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِيْنَ.

বাংলা উচ্চারণ:

আলহামদুলিল্লা হিল্লাজি আতা আমানা ওয়াসা কনা অজা আলানা মিনাল মুসলিমিন ।

(আবু দাউদ, হাদীস নং-৩৮৫০)

 

দস্তরখানা ও অবশিষ্ট খানা উঠানোর দোয়া

 

اَلْحَمْدُ لِلّٰهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِىٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا.

বাংলা উচ্চারণ:

আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তয়্যিবান মুবারকান‌ ফিহি গইরা মুকফিয়্যি ওলা মুয়াদ্দা ওলা মুসতাগনা আনহু রব্বানা ।

(বুখারী শরীফ, হাদীস নং- ৫৪৫৮)

 

ইফতারের আগের আমল

 

ইফতারের আগ মুহূর্তে দুআ করা যায়। কেননা এ সময় দোয়া কবুল হয় ।

রোজার মাধ্যমে মুমিন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে যতক্ষণ সে রোজা অবস্থায় অথবা রোজার প্রস্তুতি অবস্থায় থাকে।‌ তখন তার কোন দুআ ফেরত দেওয়া হয় না । সমস্ত দোয়া কবুল করা হয় । নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের রমজানের দোয়া করে তা কবুল করা হয় ।(মুসনাদে বায্যার , ৩১৪১)

 

পড়ুন – ইফতার করার সঠিক নিয়ম

 

আব্দুল্লাহ ইবনে মুলাইকা রহ: বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আমরকে ইফতারের সময় এ দুআ করতে শুনেছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি রাহমাতিকা আল্লাতি ওসিআত কুল্লা শায়ইন আন তাগফিরলি’। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার দরবারে সেই রহমতের উসিলায় আবেদন করছি যা সকল বস্তুকে বেষ্টন করে রেখেছে, তুমি আমাকে মাফ করে দাও। (মুসতাদরাকে হাকেম , ১/৫২৯, হাদীস নং ১৫৬৭) অতএব দুআর প্রতি সকলের আরও গুরুত্ব বাড়ানো উচিত ‌।

প্রিয় পাঠক । জীবনঘনিষ্ঠ যেকোন প্রশ্ন উত্তর জানতে কমেন্টে দেখুন । দ্রুত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ । ভালো থাকুন । সুস্থ ও সুন্দর থাকুন ‌।‌ দৈনিক শিক্ষা নিউজের সঙ্গে থাকুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ । Thanks

 

 

লিখনে: মাওলানা শরিফ আহমাদ

ঢাকা, বাংলাদেশ ।

Related Articles