কলেজস্কুল

কিভাবে hsc রেজাল্ট দেখবো ? মার্কশীট সহ

কিভাবে hsc রেজাল্ট দেখবো ?

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বন্ধুরা । খুব টেনশনে আছেন বুঝি ? সামনে এইচ এস সি রেজাল্ট কি হয় না হয় । তাই না ? কোন টেনশন নাই। খুব শিঘ্রই প্রকাশ হবে এইচ এস সি রেজাল্ট ।  এখন চিন্তা করতেছেন এইচ এস সি রেজাল্ট কিভাবে দেখবেন ? কোন সমস্যা আমরা আপনা শিখিয়ে দেবা কিভাবে আপনি এইচ এস সি রেজাল্ট দেখতে পাবেন খুব সহজেই ঘরে বসে ।

 

আপনি চাইলে কোন পরিশ্রম ছাড়াই ঘরে বসে এইচ এস সি রেজাল্ট পেতে পারেন । তার জন্য আপনাকে আমদের গ্রুপে জয়েন হতে হবে। আপনাকে জানিয়ে দেব রেজাল্ট সংক্রান্ত যাবতীয় আপডেট ।

 

আমাদের ফেসবুক গ্রুপ লিংক

দৈনিক শিক্ষা ফেসবুক গ্রুপ 

আমাদের ফেসবুক পেজ লিংক

দৈনিক শিক্ষা ফেসবুক পেজ

 

এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

 

এখন আমরা আলোচনা করবো এইচ এস সি রেজাল্ট কিভাবে দেখা যায় । এইচ এস সি রেজাল্ট আপনি দুইভাবে দেখতে পারেন ।

১। অনলাইনের মাধ্যমে 

২ । মোবাইল থেকে মেসেজ অপশন এর  মাধ্যমে 

আমরা দুটি পদ্ধতি দিয়েই একদম বাস্তবে দিখিয়ে দেব কিভাবে আপনি Hsc রেজাল্ট বের করতে পারবেন মার্কশীঠ সহ ।

 

প্রথমেই আমরা জানবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি  এইচএসসি  রেজাল্ট বের করতে পারবেন । অনলাইনের মধ্যেমে আপনি এইচ এস সি  রেজাল্ট দেখতে চাইলে আপনার নেট কানেকশন লাগবে এবং লাগবে একটি ইলেক্ট্রনিক ডিভাইস ।  হোক সেটা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ।

 

Hsc Result 2021 Markshit Shoho Dekar Neom.

 

অনেকেই প্রশ্ন করে এইচএসসি  রেজাল্ট ২০২১ কিভাবে দেখবো ? যাদের মনে এই প্রশ্ন তাদের কে বলছি পোষ্টটি মনযোগ দিয়ে পড়ুন তাহলেই আপনি নিজেই অনলাইনের মাধ্যমে এইচএসসি  ফলাফল বের করে দেখতে পারবেন ।

অনলাইনে এইচএসসি  Result দেখার জন্য  দুটি ওযেবসাইট আছে  ।আপনি চাইলে যেকোন একটি ওয়েব সাইটের মাধ্যমে আপনার এইচএসসি  রেজাল্ট মার্কশীট সহ দেখতে পারবেন ।

 

কিভাবে hsc রেজাল্ট দেখবো ?

 

এইচএসসি  Result দেখতে হলে প্রথমে আপনি এই লিংকে চলে যান ।  এই ওয়েব সাইটে প্রবেশ করলে আপনি নিচের মত চিত্র দেখতে পারবেন ।

এইচ এস সি রেজাল্ট

 

এবার আপনি Examination এর অপশনে HSC/ALIM সিলেক্ট করুন । Year এর অপশনে 2021 সিলেক্ট করুন ।

Board এর জায়গায় আপনার নিজ শিক্ষাবোর্ড এর নাম লিখুন । এর পর অপনার  রোল নং রেজিষ্টেশন নাম্বার এবং নিচের সংখ্যা দুটির যোগফল মিলিয়ে সাবমিট করুন ।

Hsc Resultসাবমিট করার পর আপনি নিচে আপনার বহুল পত্যাশিত  ফলাফল দেখতে পাবেন মার্কশীট সহ । এরপর সেটা আপনি চাইলে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নিতে পারেন । রেজাল্ট এখনো প্রকাশ হয়নি তাই একদম প্যাক্টিক্যাল দেখাতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুখিঃত এবং ক্ষমা পার্থী ।

 

এইচ এস সি রেজাল্ট ২০২১ দেখার সহজ  নিয়মঃ

 

আমি উপরে  বলেছিলাম অনলাইনে এইচএসসি  রেজাল্ট দেখার জন্য দুটি ওয়েব সাইট পাওয়া যায় । তার একটি নিয়ে উপরে লিখেছি ।এবার দ্বীতিয় যে ওয়েব সাইটের মাধ্যমে আপনি এইচএসসি  result দেখতে পারেবেন সেটা নিম্নে চিত্র সহ বিস্তারিত দেওয়া হলো ।

 

শুধু রোল নং দিয়ে এইচ এস সি  রেজাল্ট দেখার নিয়ম 

 

অনেকেই আছেন যাদের রেজিষ্টেশন নাম্বার মনে শুধু রোল নাম্বার মনে আছে । তারাও চাইলে শুধু রোল নাম্বার দিয়েও এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন ।  রেজিষ্টেশন ছাড়া এসএসসি রেজাল্ট দেখতে এই লিংকে ক্লিক করুন eboardresults । ক্লিক করার পর নিচের মত একটি পেজ আসবে ।

 

hSC rESULT 2021

 

এবার আপনি আগের মতই এবার আপনি Examination এর অপশনে HSC/ALIM সিলেক্ট করুন । Year এর অপশনে 2021 সিলেক্ট করুন ।

Board এর জায়গায় আপনার নিজ শিক্ষাবোর্ড এর নাম লিখুন । Result Type   এর অপশনে Individual Result সিলেক্ট করুন । এর  পর রোল নং দিন । রেজিষ্টেশন নাম্বার না দিলেও হবে । এরপর ক্যাপচা ফিলাপ করুন ।  না বুঝলে নিচের চিত্র ফলো করুন ।

 

Hsc Result

 

 

সব কিছু ঠিকঠাকভাবে করার পর Get Result ক্লিক করুন । ব্যাস এবার দেখুন আপনার রেজাল্ট ।

 

বিস্তারিত এই লিংকে 

 

T

 

Related Articles