কলেজনিয়ম কানুনবিশ্ববিদ্যালয়

ডিগ্রি উপবৃত্তি ২০২২ অনলাইনে আবেদন করার নিয়ম । ফাজিল উপবৃত্তি ২০২২ বিস্তারিত

ডিগ্রি উপবৃত্তি ২০২২

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । আর ভালো তো থাকবেনই উপবৃত্তি পাওয়ার চান্সে আছেন ! ( হা হা হা ) মজা করলাম আর কি ! যাহোক কাজের কথায় আসি । আজকের পোষ্টের শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন কি নিয়ে লিখবো আজকে । হ্যা প্রিয় বন্ধুরা আজকের আলোচনার টপিক হলো , ডিগ্রি উপবৃত্তি ও ফাজিল উপবৃত্তি নিয়ে । যারা বাংলা বুঝেন না তাদের জন্য Degree Scholarship নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ । যদিও এই টপিকে আলোচনা করাটা আরো আগেই উচিত ছিলো কিন্তু ব্যাস্ততার কারনে লেখা হয়ে উঠে নি।

 

যাহোক আজকে তাই এই উপবৃত্তি নিয়ে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ । অনেকেই গুগলে সার্চ করে ডিগ্রি উপবৃত্তি ২০২২ নোটিশ , ডিগ্রি উপবৃত্তি আবেদন করার উপায়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি অনলাইন আবেদন।  ডিগ্রি উপবৃত্তি আবেদন করার শর্তসমূহ সহ ডিগ্রি ও ফাজিল উপবৃত্তি ২০২২ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ ।  তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুল আলোচনা ।

 

সূচিপত্র

টুকরো তথ্য

আবেদনের শেষ তারিখ ১০/০২/২০২২

 

 

ডিগ্রি উপবৃত্তি আবেদন কারা করতে পারবে  ? Degree Scholarship  আবেদন করার যোগ্যতাঃ

 

হ্যা এবার আসি মুল পয়েন্টে ডিগ্রি উপবৃত্তি দেবে এই খবর শুনেই অনেকেই দৌড় দিয়েছেন উপবৃত্তি নেবার আশায় । কিন্তু না জানে আন্দাজে দৌড়ালে কিন্তু  উপবৃত্তি পাবেন না ।কাজেই আগে জানুন আপনি উপবৃত্তি পাবার যোগ্য কিনা ।

 

পড়ুন – ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম মার্কশীট সহ

ডিগ্রি উপবৃত্তি ২০২২ আবেদন করার যোগ্যতাঃ

 

  • শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ (২০১৯-২০),(২য় বর্ষ ২০১৮-১৯) এবং (৩য় বর্ষ ২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন! অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ।
  • ডিগ্রি প্রাইভেট(কোর্স) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ।
  • ১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।
  • Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।
  • ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।
  • উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
  • অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।

 

পড়েছেন তো আবেদন করার যোগ্যতা? কি বুঝলেন আপনি কি যোগ্য ? যদি যোগ্য হন তো চলুন সামনে যাই । জানি পরবর্তী আপনার করনীয় কী ?

 

ডিগ্রি উপবৃত্তি ২০২২ । ফাজিল উপবৃত্তি ২০২২ আবেদন করতে যা যা লাগবেঃ

 

ডিগ্রি উপবৃত্তি  পেতে হলে আপনি কিছু তথ্যাদি নিয়ে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে ।  কি লাগবে সেটা জানুন

এই আবেদন প্রক্রিয়া ২ ভাগে বিভক্ত । অর্ধেক কাজ কলেজে করতে হবে অর্ধেক কাজ করতে হবে অনলাইনে ।

 

ডিগ্রি উপবৃত্তি ও ফাজিল উপবৃত্তি পেতে অনলাইনে আবেদন করতে যা যা লাগবে 

 

  1. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার ।
  2. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার
  3. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর
  4. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর
  5. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নম্বার।
    (উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র বিকাশ,রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবেন)

 

ডিগ্রি উপবৃত্তি পেতে কলেজে যেসব কাগজ পত্র জমা দিতে হবে । 

 

  • অনলাইনে আবেদন করা প্রিন্ট কপি।
  • শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।।
  • সর্বশেষ পরীক্ষার মার্কসিটের কপি।।
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি।।
  • ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি। 

তো  ডিগ্রি উপবৃত্তি বা ফাজিল উপবৃত্তি যাই বলুন না কেন । এই উপবৃত্তি পাওয়ার যুদ্ধে আপনার যেসব অস্ত্র ( ! ) (কাগজপত্র ) লাগবে তা তো জানলেনই । এবার তাহলে চলুন মাঠে যাই । আবেদন টা করেই ফেলি নাকি ? । ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করাটা একদম সহজ ।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি অনলাইন আবেদন

প্রথমে আপনি এই লিংকে যান । এই লিংকে গেলে নিচের মত চিত্র দেখতে পারবেন ।

 

আপনারা পড়ছেন – ডিগ্রি উপবৃত্তি ২০২২

 

ডিগ্রি উপবৃত্তি আবেদন

এইখানে সুন্দর করে লেখা বয়নাটা আগে পড়ে নেন । আর আপনি যদি বাংলা না বোঝেন তাইলে দেখুন একদম ডান কোনায় উপরে বাংলা ইংলিশ অপশন আছে সেখানে ক্লিক করে ইংরেজী মুড করে নেন । এরপর পরের ধাপ মানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সামনে আগান না বুঝলে চুপ থেকে আগে দেখুন আমি কি করি । ফরমটি সুন্দর করে নিচের চিত্রের মত পূরন করুন ।

ফাজিল উপবৃত্তি আবেদন ২০২২ স্নাতকের ধরণ: এর ঘরে আপনি ডিগ্রির ছাত্র/ছাত্রী হলে ডিগ্রি সিলেক্ট করুন । ফাজিল হলে ফাজিল সিলেক্ট করুন ।

শিক্ষাবর্ষঃ আপনার শিক্ষাবর্ষ সিলেক্ট করুন ।

প্রতিষ্ঠানের অধিভুক্তিঃ এই ঘরে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের অধিনে আছেন সেটা সিলেক্ট করুন ।

আবার শিক্ষাবর্ষ সিলেক্ট করুন ।

স্নাতকের রেজিস্ট্রেশন নম্বরঃ এই ঘরে আপনার ডিগ্রি বা ফাজিলের রেজিষ্টেশন নাম্বার লিখুন

এইচএসসি রেজিস্ট্রেশন নম্বরঃ এই ঘরে আপনার এইচ এস সি রেজিষ্টেশন নাম্বার লিখুন ।

এইচএসসি রোল নম্বরঃ এইখানে আপনার এইচএসসি রোল নং দেন ।

মোবাইল নাম্বারঃ এই ঘরে কি দেবেন ? এইটাও বলে দেবো ? এই ঘরে কি দিবেন দিয়ে দেন । ঠিক আছে বলে দিচ্ছি এই ঘরে আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দেন ।

এবার I Am Not Robot টিক মার্ক দিন ।  এরপর নিবন্ধন এ ক্লিক করুন ।

 

এইচএসসি রোল নম্বর

আপনি উপরের তথ্য সঠিকভাবে দিলে এরকম একটি বক্স পাবেন এখানে আপনি ২ বার করে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে একটি পাসওয়ার্ড সেট করুন । পাসওয়ার্ড যাই দেন না কেন এটা মনে রাখবেন পরবর্তীতে এটা কাজে আসবে । আবার এমন পাসওয়ার্ড দিয়েন না যেটা কেউ হ্যাক করতে পারে ! পাসওয়ার্ড দেয়ার পর পাসওয়ার্ড সেট করুন এ ক্লিক করুন ।

ক্লিক করার পর সাকসেসফুল হবার মেসেজ আসবে । এবং পুণরায় নিবন্ধন পেজে নিয়ে যাবে এখান থেকে আপনি প্রবেশ করুন অপশনে ক্লিক করে ঢুকতে পারবেন ।

আপনি যদি কোন কারনে পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তবে আবার নতুন করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন ।

 

ডিগ্রি উপবৃত্তি ফাজিল উপবৃত্তি ২০২২ আবেদন করার পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়ঃ

 

আপনি প্রথমে পাসওয়ার্ড ভুলে গেছি এই অপশনে ক্লিক করুন । না বুঝলে নিচের চিত্র ফলো করুন ।

উপবৃত্তি ২০২২

এবার নিচের মত চিত্র আসবে

ফাজিল উপবৃত্তি ২০২২

 

রেজিষ্টেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটি পিন নাম্বা্র দেবে সেই নাম্বার টি যাচাইকরণ কোড এর ঘরে বসিয়ে দিন এরপর নিচের ঘরে নতুন পাসওয়ার্ড বসিয়ে রিসেট অপশনে চাপ দিন । ব্যাস হয়ে গেলা আপনার পাসওয়ার্ড পুণরুদ্ধার ।

আবেদন কিন্তু শেষ হয়নি । এখন তবে শুরু । প্রবেশ করুন অপশেন গিয়ে আপনি আপনার রেজি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের মত চিত্র আসবে ।

 

ডিগ্রি বৃত্তি ২০২২ আবেদন করুন মোবাইল দিয়েঃ

 

 

এবার এখানে আপনার এইচ এস সির সমস্থ তথ্য দিয়ে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান বাটনে চাপ দিন

এরপর নিচের মত চিত্র আসবে সেখানে আপনার ডিগ্রির তথ্য দিয়ে ফিলাপ করতে হবে ।

এভাবে প্রতিটি তথ্য পুরুন করে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান বাটনে চাপ দিন । এবং সমস্থ ফিল্ড ফিলাপ করুন ।

 

ডিগ্রি উপবৃত্তি  ফাজিল উপবৃত্তি ২০২২ সংক্রান্ত নোটিশ 

ডিগ্রি উপবৃত্তি নোটিশ ২০২২

ডিগ্রি উপবৃত্তি / ফাজিল উপবৃত্তি ২০২২ কত টাকা? 

 

আসলে কত টা দেওয়া হবে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে কোন ধরনের কথা উল্লেখ নাই তবে বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত তথ্যের আলোকে বলা যায় ডিগ্রি উপবৃত্তি তে প্রতি কিস্তিতে ৪৯০০ টাকা প্রদান করা হবে।

শেষকথাঃ

 

অনেক কথায় তো হলো । ডিগ্রি উপবৃত্তি আর ফাজিল উপবৃত্তি নিয়ে আর কোন কিছু বাকি আছে কি ? আরো কিছু যদি জানার থাকে তবে আমাদের কমেন্ট করে জানাতে পারেন । আমাদের ফেসবুক গ্রুপে সরাসরি প্রশ্ন করতে পারেন আমরা আপনাকে যথাসাধ্য চেষ্টা করবো সব রকম সহযোগীতা করার । ইনশাআল্লাহ ।

 

আমাদের ফেসবুক গ্রুপ লিংক

দৈনিক শিক্ষা ফেসবুক গ্রুপ 

আমাদের ফেসবুক পেজ লিংক

দৈনিক শিক্ষা ফেসবুক পেজ

 

এরপরও যদি আবেদন করতে সমস্যা হয় তবে আপনি এই ভিডিও টি দেখতে পারেন ।

 

 

 

 

ট্যাগঃ ডিগ্রি উপবৃত্তি ২০২২ । ফাজিল উপবৃত্তি ২০২২ । ডিগ্রি উপবৃত্তি ২০২২,

Related Articles