নিয়ম কানুন

সাংবাদিক হওয়ার উপায় | সাংবাদিক হওয়ার শিক্ষাগত যোগ্যতা কি?

সাংবাদিক হওয়ার উপায়

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ৷ সুপ্রিয় পাঠক! কেমন আছেন? আজ আমরা কথা বলবো সাংবাদিক হওয়ার উপায় নিয়ে ৷ কীভাবে সাংবাদিক হওয়া যায় ৷ সাংবাদিক হতে করণীয় ৷ সাংবাদিক হওয়ার শিক্ষাগত যোগ্যতা কি? 

আপনি যখন আমাদের এই আর্টিকেলটি পড়তে এসেছেন ৷ তারমানে আপনার ভেতরের সাংবাদিক হওয়ার তাড়না এবং প্রেরণা কাজ করছে ৷ আপনি যেকোনো কারণেই হোক সাংবাদিক হতে চান ৷ আপনি সাংবাদিক হওয়ার কৌশল জানার জন্যই আমাদের আর্টিকেলটি খুঁজে বের করেছেন ৷

আপনি সঠিক জায়গায় এসেছেন ৷ আজ আমরা একজন সাংবাদিক হওয়ার নানা দিক নিয়ে কথা বলব ৷ কিভাবে একজন সাংবাদিক হওয়া যায় ৷ একজন সাংবাদিকের কি কি যোগ্যতা প্রয়োজন ৷ সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা কি ৷ সাংবাদিকের বেতন কি ৷

এবং সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সংবাদ পরিবেশনে যাবতীয় বিষয়ে আমরা বক্ষ্যমাণ আর্টিকেলে আলোচনা করবো ইনশাআল্লাহ ৷ খুব মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন ৷ এবং এখান থেকে সাংবাদিক হওয়ার উপায় গুলো মাথায় সেটেল করে নিন ৷

সাংবাদিক হওয়ার উপায়

সাংবাদিকতা একটি চমৎকার এবং সম্মানজনক পেশা ৷ এই পেশাতে রয়েছে অনেক চড়াই-উতরাই ৷ অনেক অ্যাডভেঞ্চার ও দুঃসাহসিকতা ৷

সাংবাদিক হওয়ার উপায় জানলে আপনি এই পেশাতে আপনার ক্যারিয়ার বিল্ডাপ করতে পারেন ৷ আপনি নিজেকে উচ্চতার শিখরে পৌঁছে দিতে পারেন ৷

একজন স্বনামধন্য সাংবাদিক হতে হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে অধ্যায়ন করতে হবে ৷ অনেক বেশি যোগ্যতার প্রয়োজন হবে ৷ কিন্তু ন্যূনতম আপনাকে এইচএসসি বা আলিম পাশ হতে হবে ৷

বিভিন্ন নিউজ পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকা সাংবাদিক নিয়োগ দিয়ে থাকে ৷ আপনার যদি সত্যিকারঅর্থে সাংবাদিক হওয়ার হবি থাকে তবে অবশ্যই আপনি এই পেশাকে বেছে নিতে পারেন ৷

আপনার লেখার হাত পাকা হতে হবে ৷ যদিও এটা একদিনে সম্ভব নয় ৷ লিখতে লিখতে একটা পর্যায়ে লেখায় হাত চলে আসে ৷ তদুপরি সাবলীল ভাবে আপনার হাতে যে কোন ঘটনার বিবরণ দেয়ার যোগ্যতা থাকতে হবে ৷

আপনি ক্ষেত্রে রোজনামচা লিখে প্রস্তুতি গ্রহণ করতে পারেন ৷ লেখালেখিতে হাত আনার জন্য রোজনামচা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ৷

একজন সাংবাদিক সে শুধু সংবাদ সংগ্রহ করেই ক্ষান্ত থাকেনা ৷ সে সমাজের নানাবিধ কার্যক্রমে নিজেকে সংযুুুক্ত রাখে ৷ আপনি সাংবাদিকতার সবগুলো সেক্টরে কাজ করতে পারেন ৷ আবার যেকোনো একটি সেক্টরকে বেছে নিয় শেষ সেক্টরে আপনার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন ৷ সাংবাদিক হওয়ার উপায় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের এই আর্টিকেলে ৷ ধৈর্য নিয়ে সাথেই থাকুন ৷

সাংবাদিকতা কী ও কেনো?

 

দেশে হরেক রকমের ঘটনা ঘটে থাকে ৷ ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক ৷ সামাজিক ৷ অর্থনৈতিক ৷ রাজনৈতিক ৷ এবং আন্তর্জাতিক ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করা একজন সাংবাদিকের কাজ ৷

সাংবাদিক হওয়ার উপায়

তৈরিকৃত এই প্রতিবেদনটি প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ পেয়ে থাকে ৷ অনলাইন পত্রিকাও প্রকাশ করে ৷ যদ্দরুন সংবাদটি জনগণের কাছে গিয়ে পৌঁছে ৷

একজন সাংবাদিক দেশ-বিদেশের সব কিছুই সে লিখতে পারে ৷ কিন্তু সংবাদ সংগ্রহের কর্মক্ষেত্র ভেদে সাংবাদিকতার কিছু সেক্টর রয়েছে ৷

  • সোশ্যাল মিডিয়া সাংবাদিক
  • সাংস্কৃতিক সাংবাদিক
  • কৃষি সাংবাদিক
  • ক্রীড়া সাংবাদিক
  • বাণিজ্য সাংবাদিক
  • অনুসন্ধানী সাংবাদিক
  • বিনোদন সাংবাদিক
  • নাগরিক সাংবাদিক
  • ইসলামিক সাংবাদিক

 

আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায়

 

আপনি উপরোক্ত যেকোনো ক্যাটেগরির সাংবাদিকের হোন না কেন ৷ আপনাকে আপনার পেশাদারিত্ব বজায় রাখতে হবে ৷

সাংবাদিকতা কোন খেলনা বিষয় নয় ৷ বরং এটাতে যেমন রয়েছে সম্মান ৷ তেমনি জবাবদিহিতাও আছে ৷ বর্তমান সময়ে সাংবাদিকতা করতে গিয়ে কেউ কেউ চাঁদাবাজি শুরু করেছেন ৷ যদ্দরুন আদর্শ সাংবাদিকদের সম্মান হানি হচ্ছে ৷

সাংবাদিকতা একটি মহান পেশা ৷ সাংবাদিকদের সমাজের দর্পণ বা আয়না বলা হয় ৷ কারণ সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা ৷ মানুষের হাসি, দুঃখ, কান্না সবকিছু সাংবাদিকদের কলমে প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ পেয়ে থাকে ৷

সুতরাং আপনার পেশাদারিত্ব ও জবাবদিহিতার জায়গা থেকে সঠিক সত্যসুন্দর সাংবাদিকতায় নিজেকে প্রতিষ্ঠা করতে হবে ৷

সাংবাদিক হওয়ার উপায়

 

সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর পেশা ৷ এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন সততা, দক্ষতা, যোগ্যতা, সাহসিকতা ও নির্ভীকতা ৷

দৈনিক শিক্ষা নিউজে আমরা সাংবাদিক হওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোকপাত করব ৷ আর্টিকেলটি শেষপর্যন্ত পড়ুন এবং নিজেকে একজন আদর্শবান সাংবাদিক হিসেবে গড়ে তুলুন ৷

সাংবাদিক হওয়ার  যোগ্যতা কী 

 

১. লেখনী শক্তিঃ

 

সাংবাদিক হতে হলে আপনার প্রথম যে গুণটি প্রয়োজন সেটি হচ্ছে সৃজনশীল লেখনি শক্তি ৷ যে কোনো ঘটনা আপনাকে অকপটে সচ্ছন্দে লিখে যেতে হবে ৷ অতি দ্রুততার সাথে ৷ সাবলীলভাবে পাঠকের হৃদয়ে আকর্ষণ করে এমন লেখা আপনাকে প্রস্তুত করতে হবে ৷

 

এ ক্ষেত্রে সৃজনশীলতা খুবই প্রয়োজন ৷ আর আপনি যদি একজন ভালো সাংবাদিক হতে চান তবে অবশ্যই আপনার লেখায় হাত থাকতে হবে ৷

 

লেখায় হাত আনতে হলে আপনাকে নিয়মিত লিখে যেতে হবে ৷ আপনি এক্ষেত্রে রোজনামচা লিখে লেখার হাত পাকাপোক্ত করতে পারেন ৷ রোজনামচা এমন একটি বিষয় যেটা চর্চার মাধ্যমে একজন সাধারন স্বল্পশিক্ষিত মানুষকেও বড় লেখক বানিয়ে ফেলে ৷

 

আপনি দেশীয় এবং আন্তর্জাতিক ঘটনাগুলোকে বিশ্লেষণধর্মী লেখা প্রস্তুত করতে পারেন ৷ আপনি ছোটখাটো ঘটনার বিবরণ তুলে ধরে সেখানে আপনার মন্তব্য জুড়ে দিতে পারেন ৷ আপনি বিভিন্ন ব্লগে বিভিন্ন অনলাইন সাইটে লেখালেখি করতে পারেন ৷ এতে করে আপনার লেখনি শক্তি বৃদ্ধি পাবে ৷

 

২. সৎ সাহস

 

একজন সাংবাদিকের অন্যতম সেরা গুণ হচ্ছে সৎসাহস ৷ আমরা শুধু সাহস না লিখে সৎসাহস লিখছি ৷ সৎসাহস বলছি  এই কারণে যে নামধারী কিছু সাংবাদিক অসদুপায় অবলম্বন করে ৷ মিথ্যা সংবাদ প্রচার করে মানুষকে বেকাদায় ফেলে ৷ এবং চাঁদাবাজি মাস্তানি ইত্যাদি নানা রকমের খারাপ কাজে দুঃসাহস দেখায় ৷

সাংবাদিক হওয়ার উপায়

সে কারণে একজন ভাল মানের সাংবাদিক হতে হলে তার সৎ সাহস প্রয়োজন ৷ সাহস করে সমাজের অন্যায়-অপরধ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম তুলে ধরতে সৎসাহস প্রয়োজন ৷

কারণ এক্ষেত্রে না না ভয় শঙ্কা হুমকি ইত্যাদি রয়েছে ৷ আপনি একজন স্বনামধন্য সাংবাদিক হতে হলে অবশ্যই আপনাকে সব ধরনের বিতরকের ঊর্ধ্বে উঠে সঠিক সত্য সংবাদ প্রকাশ করতে হবে ৷ লিখতে হবে ৷ ক্রমাগত হুমকিকে উপেক্ষা করে আপনাকে লিখে যেতে হবে ৷ তবেই আপনি একজন ভালো মাপের সাংবাদিক হতে পারবেন ৷

 

৩. দক্ষ উপাস্থাপনা

 

সাংবাদিকতার আরেক দিক রয়েছে উপস্থাপনা ৷ আপনি যে শুধু লেখালেখি তেই সীমাবদ্ধ থাকবেন তা নয় ৷ আপনি একজন দক্ষ উপস্থাপক হতে পারেন ৷ সেক্ষেত্রে আপনার দরকার উপস্থাপনা শক্তি ৷ যে কোন ঘটনাকে সাবলীলভাবে উপস্থাপন করা জানতে হবে ৷ কথা বলার ধরণ, স্টাইল বিশুদ্ধ ও চমৎকার হতে হবে ৷

 

আপনারা পড়ছেনঃ সাংবাদিক হওয়ার উপায়

 

যে কোনো ঘটনা এমন ভাবে তুলে ধরতে হবে যাতে করে দর্শক-শ্রোতা মনে করে ঘটনাটি তাদের সামনে ঘটেছে ৷

বাচনভঙ্গি, শারীরিক অঙ্গভঙ্গি সবকিছু স্মার্ট হতে হবে ৷ এ যোগ্যতা আপনি অর্জন করতে পারলে একজন দক্ষ সাংবাদিক হতে পারবেন ৷

 

৪. যোগাযোগ ও সুসম্পর্ক

 

সংবাদ সংগ্রহের খাতিরেই আপনাকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে সম্পর্ক ও যোগাযোগ রাখতে হবে ৷ কোন ঘটনার তথ্যই যদি আপনার কাছে না থাকে সংবাদ লিখবেন কি করে? প্রতিবেদন লিখতে হলে তথ্য সংগ্রহ করতে হবে ৷

সে ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনার একটা সুসম্পর্ক এবং যোগাযোগ থাকা চাই ৷ যেকোনো সংবাদ যে কোনো তথ্য তাদের মাধ্যমে যেন সহজেই আপনি সংগ্রহ করতে পারেন ৷

 

সাংবাদিক হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা

 

সাংবাদিক হতে হলে ধরাবাঁধা শিক্ষাগত সনদের তেমন প্রয়োজন নেই ৷ তবে দেশের স্বনামধন্য মিডিয়ায় কাজ করতে হলে এক্ষেত্রে অনার্স মাস্টার্স করা অথবা সাংবাদিকতায় ডিপ্লোমা করা প্রার্থীরা অগ্রাধিকার পায় ৷

সাংবাদিক হওয়ার উপায়

ন্যূনতম এইচএসসি পাশ করতে হবে আপনাকে ৷ পিআইবি থেকে সাংবাদিকতার উপরে একটি কোর্স করতে পারেন ৷ পিআইবি’তে সাংবাদিকতা কোর্স করার জন্য দেশের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অথবা এসএসসি থেকে স্নাতক পর্যন্ত যেকোনো দুইটি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ-৩ পেতে হবে ৷

 

সাংবাদিকতার চাকরি করবেন কীভাবে 

 

আপনি প্রথমে চাইলেই যেকোনো স্বনামধন্য মিডিয়াতে কাজ করতে পারবেন না ৷ এজন্য তারা অভিজ্ঞতা চায় ৷ আপনি ছোটখাটো মফস্বল সাংবাদিক প্রতিনিধি হিসেবে কাজ করা শুরু করতে পারেন ৷

বর্তমান সময়ে অনলাইন নিউজ পোর্টালের কাজ করার সুযোগ গ্রহণ করতে পারেন ৷ বিভিন্ন ব্লগিং করে বা নিজে নিউজ পোর্টাল খুলে কাজ করতে পারেন ৷ এতে আপনার অভিজ্ঞতার ঝুড়ি ফুলে ফলে বৃদ্ধি পাবে ৷

পরবর্তীতে যেকোনো প্রতিষ্ঠিত মিডিয়ায় কাজের সুযোগ পাবেন ৷

 

শেষ কথাঃ

 

সবশেষ কথা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে ৷ যেকোনো কাজে সফলতা লাভের জন্য ধৈর্য অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে ৷

একবারে কেউ সফল হয়না ৷ তাকে ঘুরে দাঁড়াতে হয় পরিশ্রম করতে হয় ৷ কাজে লেগে থাকুন ৷ পরিকল্পনা মাফিক কাজ করুন ৷ ইনশাআল্লাহ আপনি সফল হবেন ৷

 

আর্টিকেলটি লিখেছেনঃ দীদার মাহদী

Related Articles