সাধারণ জ্ঞানস্কুল

ছোটদের সাধারণ জ্ঞান

ছোটদের সাধারণ জ্ঞান

সংকলক
শরিফ আহমাদ

সূচিপত্র

প্রথম অধ্যায়

১/ সংকলকের কথা …………….
২/ প্রথম পরিচয় ………………
৩/ মানবদেহ ………..
৪/ আমাদের ধর্ম ..
৫/ আমাদের দেশ…..
৬/ বাংলাদেশ জাতীয় বিষয়…
‌ ৭/বাংলাদেশের কবি সাহিত্যিক..
৮/ প্রথম সাময়িক নমুনা প্রশ্ন….

দ্বিতীয় অধ্যায়

৯/ বাংলাদেশের সবচেয়ে বড়…
১০ / কত শত ফুল
১১/ ফল-ফলাদি
১২/ মাছের জগৎ
১৩/ পাখ-পাখালি
১৪/বিচিত্র প্রাণী
১৫/ দ্বিতীয় সাময়িক নমুনা প্রশ্ন

তৃতীয় অধ্যায়

১৬/ ঐতিহাসিক স্থান
১৭ / বাংলাদেশের মুদ্রা ও ব্যাংক
১৮/ সময় ও সৌরজগৎ
১৯/ আবিষ্কার ও আবিষ্কারক
২০/ আন্তর্জাতিক
২১ / নির্বাচিত ছড়া কবিতা
২২/ বার্ষিক সৃজনশীল নমুনা প্রশ্ন

★ প্রথম পরিচয় ★

প্রশ্নঃ তোমার নাম কি ?
উত্তরঃ আমার নাম……………… ।

প্রশ্নঃ তোমার পিতার নাম কি ?
উত্তরঃ আমার পিতার নাম……….. ।

প্রশ্নঃ তোমার বাবা কি করেন ?
উত্তরঃ আমার বাবা…….. করেন ।

প্রশ্নঃ তোমার মাতার নাম কি ?
উত্তরঃ আমার মাতার নাম ………… ।

প্রশ্নঃ তুমি কোন শ্রেণীতে পড়ো ?
উত্তরঃ আমি …………… পড়ি ।

প্রশ্নঃ তোমার রোল নাম্বার কত?
উত্তরঃ আমার রোল নাম্বার ………. ।

প্রশ্নঃ তোমার প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তরঃ আমার প্রতিষ্ঠানের নাম ……….. ।

 

 

আপনারা পড়ছেন – ছোটদের সাধারণ জ্ঞান

 

প্রশ্নঃতোমার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত ?
উত্তরঃ আমার প্রতিষ্ঠান……… অবস্থিত ।

প্রশ্নঃ তুমি বড় হয়ে কি হতে চাও ?
উত্তরঃ আমি……….. হতে চাই ।

প্রশ্নঃ তোমার গ্রামের নাম কি?
উত্তরঃ আমার গ্রামের নাম……… ।

প্রশ্নঃ তোমার পোস্ট অফিসের নাম কি ?
উত্তরঃ আমার পোস্ট অফিসের নাম ….. ।

প্রশ্নঃ তোমার থানার নাম কি ?
উত্তরঃ আমার থানার নাম ……….. ।

প্রশ্নঃ তোমার জেলার নাম কি ?
উত্তরাঃ আমার জেলার নাম ………. ।

প্রশ্নঃ তোমার দেশের নাম কি ?
উত্তরঃ আমার দেশের নাম ……… ।

প্রশ্নঃ তোমার গার্জিয়ান মোবাইল নাম্বার বল?
উত্তরঃ আমার গার্জিয়ান মোবাইল নাম্বার….. ।

 

 

ছোটদের সাধারণ জ্ঞান

 

মানব দেহ সম্পর্কৃত সাধারণ জ্ঞান

 

প্রশ্নঃ তোমার হাত কয়টি ? হাত দিয়ে কি করো ?
উত্তরঃ হাত ২ টি । হাত দিয়ে সমস্ত কাজ করি ।
প্রশ্নঃ তোমার পা কয়টি ? পা না হলে কি হতো ?
উত্তরঃ পা ২ টি । চলা-ফেরা ও জীবন যাত্রা বীঘ্নিত হতো ।

প্রশ্নঃ তোমার মাথা কয়টি ? মাথা দিয়ে কি করো ?
উত্তরঃ মাথা ১ টি । মাথা দিয়ে চিন্তা করি ।

প্রশ্নঃ তোমার হাতে ও পায়ে কয়টি আঙুল ?
উত্তরঃ ২০ টি ।

 

ছোটদের শিক্ষনীয় গল্প নদী পাড়ে একদিন

 

প্রশ্নঃ মানুষের শরীরে কয়টি হাড় আছে ?
উত্তরঃ ২০৬ টি ।

প্রশ্নঃ মেরুদন্ডের হাড় কয়টি ?
উত্তরঃ ৩৩ টি ।

প্রশ্নঃ একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টি ?
উত্তরঃ ২৮ থেকে ৩২ টি ।

প্রশ্নঃ ফুসফুস কোন কোন অংশে অবস্থিত ?
উত্তরঃ বুকের দুই অংশে ।

 

 

প্রশ্নঃ ফুসফুসের কাজ কি ?
উত্তরঃ ফুসফুস শ্বাস-প্রশ্বাসের কাজ করে ।

প্রশ্নঃ একটি শিশু প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেয় ?
উত্তরঃ ৪০ বার ।

প্রশ্নঃ একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দন কতবার হয় ?
উত্তরঃ ৭৫ বার ।

প্রশ্নঃ একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেয় ?
উত্তরঃ ১৮ বার ।

প্রশ্নঃ একজন সুস্থ মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে ?
উত্তরঃ প্রায় ৫ থেকে ৬ লিটার পর্যন্ত ।

প্রশ্নঃ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ?
উত্তরঃ ৯৮.৪ ডিগ্রী ।

প্রশ্নঃ মানবদেহে কয়টি শক্তি আছে ?
উত্তরঃ ৭ টি । যথা- শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, ঘ্রাণশক্তি, স্বাদের শক্তি, স্পর্শ শক্তি, বুদ্ধির শক্তি, বাকশক্তি ।

 

 

 

আমাদের ধর্ম সম্পর্কৃত সাধারণ জ্ঞান

 

 

ছোটদের সাধারণ জ্ঞান

প্রশ্নঃ আমাদের প্রভু কে ?
উত্তরঃ আল্লাহ তাআলা ।

প্রশ্নঃ আল্লাহ তাআলার কি কোন শরীক আছে?
উত্তরঃ না । আল্লাহ তাআলার কোনো শরীক নেই । তিনি এক ও অদ্বিতীয় ।

প্রশ্নঃ আমরা কার বান্দা ?
উত্তরঃ আমরা আল্লাহর বান্দা ।

প্রশ্নঃ ইসলাম ধর্ম কি ?
উত্তরঃ আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ।
প্রশ্নঃ ইসলাম অর্থ কি ?
উত্তরঃ শান্তির জন্য আত্মসমর্পণ ।

 

 

প্রশ্নঃ মুসলিম কাকে বলে ?
উত্তরঃ যিনি ইসলাম ধর্ম মেনে চলেন তাকে মুসলিম বলে ।

প্রশ্নঃ আমাদের নবী কে ?
উত্তরঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।

প্রশ্নঃ ইসলাম ধর্মের গ্রন্থের নাম কি?
উত্তরঃ কুরআনুল কারীম ।

প্রশ্নঃ আল কুরআনে কয়টি সূরা আছে ?
উত্তরঃ১১৪ টি ।

প্রশ্নঃ ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি ?
উত্তরঃ ৫ টি । যথা- কালিমা বা ঈমান ,নামাজ, রোজা, হজ্ব, যাকাত ।

প্রশ্নঃ আমাদের ধর্মীয় উৎসব কয়টি?
উত্তরঃ ২টি । ঈদুল ফিতর ও ঈদুল আযহা ।

 

 

 

প্রশ্নঃ মুসলমানদের ইবাদাতের স্থানকে কি বলে ?
উত্তরঃ মসজিদ বলে ।

প্রশ্নঃ বাইতুল্লাহ অর্থ কি‌ ?
উত্তরঃ আল্লাহর ঘর ।

প্রশ্নঃ বাইতুল্লাহ কোথায় অবস্থিত ?
উত্তরঃ সৌদি আরবের মক্কা শরীফে ।

 

 

প্রশ্নঃ নবীজির রওজা মোবারক কোথায় ?
উত্তরঃ পবিত্র মদিনায় ।

প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি ?
উত্তরঃ ইসলাম ।

★আমাদের দেশ ★

প্রশ্নঃ আমাদের দেশের নাম কি ?
উত্তরঃ বাংলাদেশ ।

প্রশ্নঃ বাংলাদেশের সাংবিধানিক নাম কি ?
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।

প্রশ্নঃ কবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ?
উত্তরঃ ২৬ শে মার্চ ১৯৭১ সালে ।

প্রশ্নঃ বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত
উত্তরঃ এশিয়া মহাদেশে ।

প্রশ্নঃ বাংলাদেশের রাজধানীর নাম কি?
উত্তরঃ ঢাকা ।

 

 

ছোটদের সাধারণ জ্ঞান

 

 

প্রশ্নঃ ঢাকার পুরাতন নাম কি ?
উত্তরঃ জাহাঙ্গীরনগর ।

প্রশ্নঃ আমাদের রাষ্ট্রভাষা কি ?
উত্তরঃ বাংলা ভাষা ।

প্রশ্নঃ আমাদের ভাষা দিবস কোনটি ?
উত্তরঃ একুশে ফেব্রুয়ারি ।

প্রশ্নঃ ১৬ ই ডিসেম্বর কি ?
উত্তরঃ বিজয় দিবস ।

প্রশ্নঃ আমাদের জাতীয়তা কি ?
উত্তরঃ বাংলাদেশী ।

প্রশ্নঃ বাংলাদেশের জনসংখ্যা কত ?
উত্তরঃ ১৭ কোটির বেশি ।

প্রশ্নঃ বাংলাদেশের আয়তন কত ?
উত্তরঃ ১ , ৪৭ ,৫৭০ বর্গ কিলোমিটার ।

প্রশ্নঃ বাংলাদেশের কয়টি বিভাগ আছে ও কি কি ?

 

উত্তরঃ ৭ টি বিভাগ আছে । যথা-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী , রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট ।

প্রশ্নঃ বাংলাদেশের কয়টি জেলা ?
উত্তরঃ ৬৪ টি ।

প্রশ্নঃ বাংলাদেশে প্রধানত কি কি শস্য উৎপন্ন হয় ?
উত্তরঃ ধান, পাট ,গম ,তামাক, ডাল ইত্যাদি ।

 

বাংলাদেশ জাতীয় বিষয়  সম্পর্কৃত সাধারণ জ্ঞান

 

 

প্রশ্নঃ জাতীয় পতাকা কিসের প্রতীক ?
উত্তরঃ একটি জাতির শৌর্য-বীর্য ও স্বকীয় সত্তার প্রতীক ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কেমন ?
উত্তর গাঢ় সবুজের মধ্যে উদীয়মান সূর্যের মতো একটি লাল বৃত্ত ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকা কে অংকন করেন ?
উত্তরঃ শিল্পী কামরুল হাসান ।

 

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি ?
উত্তরঃ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় কবি কে ?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি?
উত্তরঃ শাপলা ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফলের নাম কি ?
উত্তরঃ কাঁঠাল ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় গাছ কি ?
উত্তরঃ আমগাছ ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পাখির নাম কি ?
উত্তরঃ দোয়েল ।

 

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় মাছ কি ?
উত্তরঃ ইলিশ ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পশুর নাম কি ?
উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় খেলার নাম কি ?
উত্তরঃ হা-ডু-ডু ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি ?
উত্তরঃ বায়তুল মোকাররম মসজিদ ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় বন কোনটি ?
উত্তরঃ সুন্দরবন ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান ।

★বাংলাদেশের কবি সাহিত্যিক ★

প্রশ্নঃ বাংলাদেশের পাঁচজন কবির নাম বল?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ,গোলাম মোস্তফা, জসিম উদ্দিন, আল মাহমুদ ।

প্রশ্নঃ বিশ্ব কবি কার উপাধি ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।

প্রশ্নঃ বিদ্রোহী কবি কে ‌?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ।

প্রশ্নঃ পল্লী কবি কে ?
উত্তরঃ জসীমউদ্দীন ।

প্রশ্নঃ‌ ইসলামী রেনেসাঁর কবি কে
উত্তরঃ ফররুখ আহমেদ।

প্রশ্নঃ পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ কে করেন ?
উত্তরঃ কবি মুহিব খান ।

প্রশ্ন-বাংলাদেশের পাঁচজন আলেম লেখকের নাম বল ?
উত্তরঃ মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা যাইনুল আবেদীন ।

প্রশ্নঃ জনপ্রিয় পাঁচটি কাব্যগ্রন্থের নাম বল ?
উত্তরঃ সাত সাগরের মাঝি, নকশী কাঁথার মাঠ, সোনালী কাবিন, রূপসী বাংলা , বন্দি শিবির ।
প্রশ্নঃ কবি ফররুখ আহমদের ছদ্মনাম কি ?
উত্তরঃ হায়াত দরাজ খাঁ ।

প্রশ্নঃ একুশে পদক কি ?
উত্তরঃ বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

প্রশ্নঃ সর্বপ্রথম কে একুশে পদক প্রাপ্ত হন ?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ।

প্রশ্নঃ দেয়ালিকা কি ?
উত্তরঃ দেয়ালিকা হল বিজ্ঞপ্তি বোর্ডে প্রকাশিত এক ধরনের সাময়িকপত্র ।

প্রশ্নঃ দেয়ালিকাতে কাদের লেখা প্রকাশিত হয় ?
উত্তরঃ বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রবন্ধ, কবিতা, অঙ্কন ইত্যাদি প্রকাশিত হয় ।

প্রশ্নঃ বাংলাদেশের পাঁচটি দৈনিক পত্রিকার নাম বল ?
উত্তরঃ দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাক, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর ।

 

 

প্রশ্নঃ পাঁচটি শিশু-কিশোর পত্রিকার নাম বল?
উত্তরঃ মাসিক নকীব, কিশোর কন্ঠ,মাসিক শিশু, মাসিক ফুলকুঁড়ি, কিশোর আলো ।

★ প্রথম সাময়িক নমুনা প্রশ্ন★

১. এক কথায় উত্তর দাও । (৫ টি )

ক. তোমার নাম কি ?
খ. তোমার জেলার নাম কি ?
গ. তোমার প্রভু কে ?
ঘ. আমাদের নবীর নাম কি ?
ঙ. ইসলামের ভিত্তি কয়টি ?
চ. বাইতুল্লাহ অর্থ কি ?

২. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। (৫ টি)

ক. আমরা কোন দেশে বাস করি-
১. জাপানে ২.আমেরিকায় ৩. বাংলাদেশে

খ. আমাদের রাষ্ট্রভাষা কি ?
১. ইংরেজি ২. বাংলা ৩. আরবী

গ. আল কুরআনের সূরা সংখ্যা কয়টি?
১.১১৪টি । ২.১২০টি । ৩. ১২৫টি ।

ঘ. নবীজির রওজা কোথায় অবস্থিত ?
১. ফিলিস্তিনে ২. মদিনায় ৩. পাকিস্তানে ।

ঙ. বিদ্রোহী কবি কে ?
১. কাজী নজরুল ইসলাম ২. কায়কোবাদ ৩. শেখ সাদী ।

চ. পল্লীকবি শ্রেষ্ঠ কবিতা কোনটি ?
১. কবর ২. রাখালী ৩. তারাবীর জামাত

৩. শূন্যস্থান পূরণ করো । (৫ টি )

ক. বাংলাদেশের……… নাম কি ?
খ. বাংলাদেশের……….. জেলা আছে ?
গ. বাংলাদেশের জাতীয় …… কাঁঠাল ।
ঘ. ………… বাংলাদেশের রাষ্ট্রধর্ম ।
ঙ. বাংলাদেশের প্রধান শস্য……… ।

৪. নিচের তারিখগুলোর দিবস বল

১. ১৬ ডিসেম্বর ২. ২৬ শে মার্চ ৩. ২১ শে ফেব্রুয়ারি ।

৫ . মৌখিক প্রশ্ন কমপক্ষে পাঁচটি ।

 

 

ছোটদের সাধারণ জ্ঞান

 

★বাংলাদেশের যা সবচেয়ে বড় ★

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি ?

উত্তরঃ ঢাকা শহর ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি ?

উত্তরঃ চট্টগ্রাম সমুদ্র বন্দর ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কোনটি ?

উত্তরঃ মঈনুল ইসলাম হাটহাজারী ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক সেতু কোনটি ?

উত্তরঃ যমুনা বহুমুখী সেতু ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি ?

উত্তরঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ?

উত্তরঃ রাঙ্গামাটি জেলা ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কোনটি ?

উত্তরঃ কমলাপুর রেলওয়ে স্টেশন ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি?

উত্তরঃ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি ?

উত্তরঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক কোনটি ?

উত্তরঃ রমনা পার্ক ।

 

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোনটি ?

উত্তরঃ মিরপুর চিড়িয়াখানা ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় বাঁধের নাম কি?

উত্তরঃ কাপ্তাই বাঁধ ।

 

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর কোনটি ?

উত্তরঃ শাহবাগে জাতীয় জাদুঘর ।

 

 

★ কত শত ফুল ★

 

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?

উত্তরঃ শাপলা।

 

প্রশ্নঃ কোন ফুলকে ফুলের রাণী বলা হয়?

উত্তরঃ গোলাপ ফুলকে।

 

প্রশ্নঃ কোন ফুল রাতে ফোটে ?

উত্তরঃ বেলি, জুঁই, শিউলি, হাসনাহেনা ,নাইট কুইন ।

 

প্রশ্নঃ কোন ফুল পানিতে জন্মায় ?

উত্তরঃ পদ্মা, শাপলা, কলমি ও শেওলা ফুল ।

 

প্রশ্নঃ বাংলাদেশের পাঁচটি বর্ষাকালীন ফুলের নাম বল ?

উত্তরঃ শাপলা, কদম ,হাসনাহেনা, কচুরি ফুল, কলমি ফুল ।

 

প্রশ্নঃ শীতকালীন পাঁচটি ফুলের নাম বল ?

উত্তরঃ গোলাপ, গাদা, ডালিয়া, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা ।

 

প্রশ্নঃ গ্রীষ্মকালে ফোটে এমন ৫টি ফুলের নাম বল।

উত্তরঃ কৃষ্ণচূড়া, বেলি, রজনীগন্ধা, গন্ধরাজ ও চাপা।

 

প্রশ্নঃ ৫টি লাল ফুলের নাম বল?

উত্তরঃ গোলাপ, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল ও জবা।

 

প্রশ্নঃ ৫টি সাদা ফুলের নাম বল ?

উত্তরঃ বেলি, রজনীগন্ধা, গন্ধরাজ, দোলনাচাঁপা ও শিউলি।

 

প্রশ্নঃ হলুদ রঙের ফুল কী কী?

উত্তরঃ সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ।

 

প্রশ্নঃ বিলে ঝিলে কোন ফুল ফোটে?

উত্তর: শাপলা।

 

প্রশ্নঃ পৃথিবীতে কোন রংয়ের ফুল বেশি ?

উত্তরঃ লাল রংয়ের ।

 

প্রশ্নঃ কোন ফুলটি সারা বছর পাওয়া যায় ?

উত্তরঃ জবা ফুল ।

 

 

★ ফল-ফলাদি ★

 

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফল কী?

উত্তরঃ কাঁঠাল।

 

প্রশ্নঃ ফলের রাজা কোনটি?

উত্তরঃ আম।

 

প্রশ্নঃ গরমকালে কী কী ফল পাওয়া যায়?

উত্তরঃ আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি।

 

প্রশ্নঃ সারাবছর পাওয়া যায় এমন তিনটি ফলের নাম বল।

উত্তরঃ কলা, পেঁপে ও নারিকেল।

 

প্রশ্নঃ ৫টি রসালো ফলের নাম বল।

উত্তরঃ আম, কাঁঠাল, লিচু, আনারস, লিচু ও কমলা।

 

প্রশ্নঃ কয়েকটি বিদেশি ফলের নাম বল ?

উত্তরঃ আপেল, নাশপাতি, মাল্টা, আঙ্গুর ইত্যাদি।

প্রশ্নঃ কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে?

উত্তরঃ আমলকিতে।

প্রশ্নঃ কোন কোন ফলে ভিটামিন সি আছে?

উত্তরঃ আমলকি, আমড়া, পেয়ারা, টমেটো, লেবু, আনারস, কমলা ইত্যাদি।

 

প্রশ্নঃ কয়েকটি বর্ষাকালিন ফলের নাম বল?

উত্তরঃ তাল, পেয়ারা, জাম্বুরা, আমড়া, জামরুল ইত্যাদি । ।

 

প্রশ্নঃ কয়েকটি শীতকালীন ফলের নাম বল?

উত্তরঃ কমলা, বরই, তেতুল, জলপাই, কমলা লেবু ইত্যাদি।

 

প্রশ্নঃ কোন ফল শুধু একটি মাত্র ধরে?

উত্তরঃ আনারস।

 

প্রশ্নঃ কোন ফল দেখতে সুন্দর কিন্তু খাওয়া যায় না?

উত্তরঃ মাকাল ফল।

 

 

★ মাছের জগৎ ★

 

 

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় মাছের নাম কী?

উত্তরঃ ইলিশ।

 

প্রশ্নঃ কয়েকটি মিঠা পানির মাছের নাম বলো?

উত্তরঃ রুই, কাতলা, চিতল, মৃগেল, শোল, বোয়াল, কৈ, পাবদা, মাগুর ইত্যাদি ।

 

প্রশ্নঃ কয়েকটি লোনা পানির মাছের বলো ?

উত্তর: ইলিশ, ভেটকি, রূপটাদা,পাঙ্গাস, কোরাল, ছুরি ইত্যাদি।

 

প্রশ্নঃ মাছ কীভাবে ঘুমায়?

উত্তরঃ চোখ মেলে ঘুমায়।

 

প্রশ্নঃ মাছ কীভাবে শ্বাস-প্রশ্বাস নেয়?

উত্তরঃ মাছ ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়।

 

প্রশ্নঃ আঁশবিহীন ৫টি মাছের নাম বল।

উত্তরঃ শিং, মাগুর, বোয়াল, পাবদা ও টেংরা।

 

প্রশ্নঃ মাছ কী দিয়ে ডিম ছাড়ে?

উত্তরঃ মাছ মুখ দিয়ে ডিম ছাড়ে।

 

প্রশ্নঃ সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি?

উত্তরঃ নীল তিমি।

 

প্রশ্নঃ ছোট মাছ খেলে কী উপকার হয়?

উত্তরঃ ছোট মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে।

 

প্রশ্ন: মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ ? উত্তরঃ তেলাপিয়া।

 

প্রশ্নঃ কোন মাছ উড়তে পারে ?

উত্তরঃ সমুদ্রের উড়ক্কু মাছ ।

 

Read Also-  একুশে ফেব্রুয়ারীরর ছড়া 

 

প্রশ্নঃ কোন মাছ এক সঙ্গে ১৫ লক্ষ ডিম পাড়ে ?

উত্তরঃ ইলিশ মাছ।

 

প্রশ্নঃ কোন প্রাণীর চোখের পাতা নেই?

উত্তরঃ মাছ।

 

★পাখ-পাখালি ★

 

 

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পাখির নাম কী?

উত্তরঃ দোয়েল।

 

প্রশ্নঃ সবচেয়ে উচু পাখি কোনটি?

উত্তরঃ উটপাখি।

 

প্রশ্নঃ পাখির রাজা কোন পাখি?

উত্তরঃ ঈগল ।

 

প্রশ্নঃ কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়?

উত্তরঃ বাবুইপাখি।

 

প্রশ্নঃ কোন পাখি বসন্তকালে মিষ্টি সুরে গান গায়?

উত্তরঃ কুকিল।

 

প্রশ্নঃ কোন্ পাখি মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে?

উত্তরঃ পেঙ্গুইন।

 

প্রশ্নঃ কোন পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে?

উত্তরঃ ময়না পাখি।

 

প্রশ্নঃ কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ে ?

উত্তরঃ কোকিল।

 

প্রশ্নঃ কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে?

উত্তরঃ পায়রা।

 

প্রশ্নঃ কোন পাখি বাসা তেরি করে না ?

উত্তরঃ কোকিল।

 

★ বিচিত্র প্রাণী ★

 

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?

উত্তরঃ: রয়েল বেঙ্গল টাইগার ।

 

প্রশ্নঃ সবচেয়ে চালাক প্রাণী কোনটি ?

উত্তরঃ শিয়াল।

 

প্রশ্নঃ কোন প্রাণীর ভেতরে মুক্তা পাওয়া যায়?

উত্তরঃ ঝিনুক‌ ।

 

প্রশ্নঃ কোন পশুকে পশুর রাজা বলা হয়?

উত্তরঃ সিংহকে ।

 

প্রশ্নঃ সবচেয়ে উঁচু প্রাণি কোনটি?

উত্তরঃ জিরাফ।

 

প্রশ্নঃ কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?

উত্তরঃ ঘোড়া ।

 

প্রশ্নঃ বিশ্বস্ত প্রাণী কোনটি?

উত্তরঃ কুকুর।

 

প্রশ্নঃ কোন প্রাণীর হাঁটুতে কান থাকে ?

উত্তরঃ ফড়িং।

 

প্রশ্নঃ মরুভূমির জাহাজ কোন প্রাণীকে বলা হয় ?

উত্তরঃ উটকে ।

প্রশ্নঃ কোন পাখি আকারে সবচেয়ে ছোট?

উত্তরঃ হামিং বার্ড।

 

প্রশ্নঃ কোন প্রাণী চোখের সাহায্যে শুনতে পায়?

উত্তরঃ সাপ ।

 

প্রশ্নঃ সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি?

উত্তরঃ গোখরা।

 

প্রশ্নঃ কোন কোন প্রাণী দেখতে পায় না?

উত্তরঃ উই, জোঁক, কেঁচো ইত্যাদি।

 

 

★দ্বিতীয় সাময়িক নমুনা প্রশ্ন★

 

 

 

১. সংক্ষেপে উত্তর দাও । (৫ টি )

 

ক. বাংলাদেশের রাজধানীর নাম কি ?

খ. আন্তর্জাতিক বিমানবন্দরের বল ?

গ. বাংলাদেশের জাতীয় ফুল কী ?

ঘ. জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ?

ঙ. রাতে ফোটা পাঁচটি ফুলের নাম বল ?

চ. গরম কালে কি কি ফল পাওয়া যায় ?

 

২. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। (৫ টি)

 

ক. বাংলাদেশের জাতীয় পশুর নাম কি –

১. রয়েল বেঙ্গল টাইগার ২. হাতি ৩. গন্ডার

 

খ. মাছ কিভাবে ঘুমায় ?

 

১. দাঁড়িয়ে ২. শুয়ে ৩. চোখ মেলে ।

 

গ. সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কোনটি ?

১. মুরগি । ২. কুকুর। ৩. গরু ।

 

ঘ. কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ে ?

১. কোকিল ২. শালিক ৩. ময়না ।

 

ঙ. কোন ফল শুধু গাছে একটি ধরে ?

 

১. নারিকেল ২. আনারস ৩. ড্রাগন ফল।

 

চ. তোমার প্রিয় ফুল কোনটি ?

১. শাপলা ২. গোলাপ ৩. সূর্যমুখী ।

 

৩. শূন্যস্থান পূরণ করো । (৫ টি )

 

ক. বাংলাদেশের জাতীয় পশুর……… নাম কি ?

খ. ……. বাংলাদেশের জাতীয় পাখি ।

গ. মরুভূমির জাহাজ বলা হয়….. ।

 

ঘ. সিংহ …… রাজা ।

 

ঙ. ময়না মানুষের সুর ……… ।

 

৫ . মৌখিক প্রশ্ন কমপক্ষে পাঁচটি ।

 

 

★ঐতিহাসিক স্থাপনা ★

 

প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

উত্তরঃ পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।

 

প্রশ্নঃ পানাম নগর কোথায় অবস্থিত?

উত্তরঃ সোনারগাঁয়ে।

 

প্রশ্নঃ আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?

উত্তরঃ নবাব আব্দুল গনি।

 

প্রশ্নঃ সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?

উত্তরঃ মূঘল আমলে।

 

প্রশ্নঃ বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন?

উত্তরঃ ঈশা খাঁ।

 

 

 

★সময় ও সৌরজগৎ ★

 

প্রশ্ন‌ঃ কত দিনে এক বছর ?

উত্তরঃ ৩৬৫ দিনে ।

 

প্রশ্নঃ কত বছরে এক যুগ?

উত্তরঃ ১২ বছরে ।

 

প্রশ্নঃ কত বছরে এক শতাব্দি ?

উত্তরঃ ১০০ বছরে ।

 

প্রশ্নঃ কত সপ্তাহে এক বছর ?

উত্তরঃ ৫২ সপ্তাহে ।

 

প্রশ্নঃপৃথিবীর বয়স কত?

উত্তরঃ প্রায় ৪৫০ কোটি বছর ।

 

প্রশ্নঃ পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?

উত্তরঃ ৭টি । যথা- এশিয়া, ইউরোপ,আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এন্টার্কটিকা ।

 

প্রশ্নঃ পৃথিবীতে কয়টি মহাসাগর আছে?

উত্তরঃ ৫টি । যথা- প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর,ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর ।

 

প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?

উত্তরঃ ৮ মিনিট ১৮ সেকেন্ড ।

 

প্রশ্নঃ চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?

উত্তরঃ এক সেকেন্ডের কিছু বেশি ।

 

প্রশ্নঃ সৌরজগৎ কী?

উত্তরঃ সূর্য ও সূর্যের চারপাশের অসংখ্য গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রপুঞ্জ নিয়ে যে জগৎ গঠিত তা সৌরজগৎ।

 

প্রশ্নঃ সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি ?

উত্তরঃ ৯ টি গ্রহ । বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ,নেপচুন , প্লুটো ।

 

প্রশ্নঃ সূর্য পৃথিবীর চেয়ে কয় গুণ বড়?

উত্তরঃ ১৩ লক্ষ গুণ বড়।

 

প্রশ্নঃ পৃথিবী কী?

উত্তরঃ পৃথিবী একটি গ্রহ।

 

প্রশ্নঃ পৃথিবীর কত ভাগ পানি এবং কত ভাগ মাটি?

উত্তর পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ পানি এবং ১ ভাগ মাটি।

 

প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

উত্তরঃ ১৪ কোটি ৯৫ লক্ষ কিলোমিটার।

 

★ বাংলাদেশের মুদ্রা ও ব্যাংক ★

 

প্রশ্নঃ ক্রয়-বিক্রয়ের মাধ্যম হিসেবে যা ব্যবহার করা হয় তাকে কি বলে ?

উত্তরঃ মুদ্রা ।

 

প্রশ্নঃ বাংলাদেশের মুদ্রাকে কি বলে ?

উত্তরঃ টাকা ।

 

প্রশ্নঃ বাংলাদেশের মুদ্রা কোথায় ছাপা হয় ?

উত্তরঃ গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে ।

প্রশ্নঃ মুদ্রা কত প্রকার ও কি কি ?

উত্তরঃ ২ প্রকার । যথা- কাগজী মুদ্রা ও ধাতব মুদ্রা ।

 

প্রশ্নঃ বাংলাদেশে কোন কোন ধরনের মুদ্রা চালু আছে ?

উত্তরঃ ৫ পয়সা ১০ পয়সা,২৫ পয়সা ৫০ পয়সা , ১ টাকা ও ৫ টাকার মুদ্রা । প্রশ্নঃ বাংলাদেশে কি কি কাগজী মুদ্রা আছে?

১০০০ টাকা , ৫০০ টাকা ,২০০ টাকা ,১০০ টাকা , ৫০ টাকা ,২০ টাকা , ১০ টাকা ৫ টাকা ২ টাকা ১ টাকা ।

 

প্রশ্নঃ বাংলাদেশের মুদ্রা বাজারের নাম কি ?

উত্তরঃ স্টক এক্সচেঞ্জ ।

 

প্রশ্নঃ সবার জন্য শিক্ষা স্লোগানটি কোন টাকায় আছে?

উত্তরঃ দুই টাকার মুদ্রায়।

 

প্রশ্নঃ টাকা ছিড়ে গেলে বা নষ্ট হলে কোন ব্যাংক বদলে দেয় ?

উত্তরঃ বাংলাদেশ ব্যাংক ।

 

প্রশ্নঃ বাংলাদেশে কি কি ধরনের বাণিজ্যিক ব্যাংক আছে?

উত্তরঃ ৩ ধরনের ব্যাংক আছে । যথা- রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক , বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ,বিদেশি বাণিজ্যিক ব্যাংক।

 

প্রশ্নঃ একটি বাণিজ্যিক ব্যাংকে কি কি হিসাব খোলা যায় ?

উত্তরঃ ৩ ধরনের । যথা- চলতি হিসাব ,সঞ্চয় হিসাব, স্থায়ী আমানত হিসাব ।

 

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি?

উত্তরঃ ১০টি।

 

 

 

★ আবিষ্কার ও আবিষ্কারক ★

 

প্রশ্নঃ মানুষের প্রথম উল্লেখযোগ্য আবিষ্কার কি ?

উত্তরঃ আগুন ও তার ব্যবহার ।

 

প্রশ্নঃ এরোপ্লেন কে আবিষ্কার করেন ?

উত্তর ইউলিয়াম রাইট, অরভিল রাইট ।

 

প্রশ্নঃ কে প্রথম বাইসাইকেল আবিষ্কার করেন?

উত্তরঃ ম্যাকমিলান ।

 

প্রশ্নঃ রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন ?

উত্তরঃ জর্জ স্টিফেনসন ।

 

প্রশ্নঃ কে বিদ্যুৎ শক্তি আবিষ্কার করেন?

উত্তর বিজ্ঞানী আলেসান্ডো ভোলটা ।

 

প্রশ্নঃ লিফট কে প্রথম আবিষ্কার করেন ?

উত্তরঃ ওটিস (১৮৫২ আমেরিকা)

 

প্রশ্নঃ ক্যামেরা কে প্রথম আবিষ্কার করেন?

উত্তরঃ ইস্টম্যান কোডাক (১৮৮৮ খ্রিস্টাব্দে আমেরিকা )

 

প্রশ্নঃ প্যারাসুট কে প্রথম আবিষ্কার করেন ?

উত্তরঃ গ্যারমিরিন (১৭৯৭ খ্রিস্টাব্দ, ফ্রান্স)

 

প্রশ্নঃ ক্যালকুলেটর মেশিন কে আবিষ্কার করেন?

উত্তরঃ পাস্কাল (১৬৪২ খৃষ্টাব্দ,ফ্রান্স)

 

প্রশ্নঃ হাত ঘড়ি কে আবিষ্কার করেন?

উত্তরঃ বারগুয়েট (১৭৯১খ্রিস্টাব্দ, ফ্রান্স)

 

প্রশ্নঃ কম্পিউটার কে আবিষ্কার করেন?

উত্তরঃ চার্লস ব্যাবেজ ।

 

প্রশ্নঃ কে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন?

উত্তরঃ জন লজি বেয়ার্ড ।

 

প্রশ্নঃ কে টেলিফোন আবিষ্কার করেন ?

উত্তরঃ গ্রাহাম বেল ।

 

প্রশ্নঃ হোমিওপ্যাথি কে আবিষ্কার করেন ?

উত্তরঃ ডক্টর হ্যানিম্যান ।

 

★আন্তর্জাতিক★

 

প্রশ্নঃ কোন দেশকে পৃথিবীর স্বর্গ বলা হয়?

উত্তরঃ কাশ্মীরকে ।

 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উত্তরঃ বাংলাদেশ ।

 

প্রশ্নঃ পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ?

উত্তর ১৪২ কোটি ।

 

প্রশ্নঃ নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ?

উত্তরঃ যুক্তরাষ্ট্র।

 

প্রশ্নঃ কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন ?

উত্তরঃ ইউরি গ্যাগারিন।

 

প্রশ্নঃ বিশ্ব সংস্থা কোনটি ?

উত্তরঃ জাতিসংঘ ।

 

প্রশ্নঃ বিশ্বের প্রধান ভাষা গুলো কি কি ?

উত্তরঃ ইংরেজি, আরবী, বাংলা,উর্দু, চাইনিজ, স্পানিশ ।

প্রশ্নঃ মুসলিম দেশগুলোর সর্ববৃহৎ সংস্থার নাম কি ?

উত্তরঃ ও. আই. সি ।

 

প্রশ্নঃ গ্যালিলিও কি ?

উত্তরঃ পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

 

প্রশ্নঃ তাজমহল কোথায় অবস্থিত ?

উত্তরঃ ভারতের আগ্রায় ।

 

প্রশ্নঃ পৃথিবীর বড় খাল কোনটি ?

উত্তরঃ সুয়েজ খাল ।

 

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় বন কোনটি ?

উত্তরঃ আমাজন ।

 

প্রশ্নঃ বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ ওয়াশিংটনে ।

 

 

 

★নির্বাচিত ছড়া কবিতা ★

 

 

আল্লাহ্ আমার রব

মঈন‌ মুস্তাকীম

 

আল্লাহ্ আমার রব

যা কিছু হয় পৃথিবীতে

তাঁর ইশারায় সব।

 

গাই গুণগান তাঁর

ইবাদতের উপযোগী

নেই তো মাবুদ আর।

 

তাঁর করুণা চাই

সুখে-দুঃখে সকল কাজে

তাঁরই মদদ পাই।

 

 

কাবার পথে

দীদার মাহদী

 

মক্কা হলো আমার নবীর দেশ

এই পৃথিবীর সেরা পরিবেশ

নেই তুলনা তার,

মহান প্রভু ঢেলে দিছেন

করুণা অপার ৷

 

তার বুকেতে দাড়িয়ে আছে কাবা

দুহাত তোলো তোমরা কে কে যাবা

করতে জিয়ারত,

উড়ছে সেথায় পাক কালেমার

পতাকা পত্পত্ ৷

 

কাবা থেকে আমরা অনেক দূরে

মন যেতে চায় পাখির মত উড়ে

কিন্তু যে নেই ডানা,

কাবার ধারে পড়ে আছে

মনটা ষোলআনা ৷

 

 

খাঁটি মানুষ

শরিফ আহমাদ

 

মাদ্রাসাতে জ্ঞানের মেলা

চাঁদের কোমল আলো

কোরআন হাদিস পড়ার ধ্বনি

লাগে সবার ভালো ৷

 

ফুলশিশুরা পড়তে ছোটে

ফোকলা দাঁতে হেসে

নুরের ডানা বিছায় পথে

ফেরেশতারা এসে ৷

 

আকাশ পাঠায় মেঘের মেয়ে

ছড়ায় মধুর ছায়া

নুর সন্ধানী ছেলে-মেয়ের

শরীর জুড়ে মায়া ৷

 

বাতাস এসে আদর করে

মনটা রাখে তাজা

পাঠ শেষে হয় খাঁটি মানুষ

দীন-দুনিয়ার রাজা ৷

 

 

 

 

 

Related Articles